টাটা গোষ্ঠীর সর্বেসর্বা হওয়ার লড়াইয়ে অবশেষে মিললো সুপ্রিম কোর্টের রায়
শুক্রবার ভারতের প্রধান বিচারপতি, এস. এ বোবদে এবং বিচারপতি এ. এস বোপান্না এবং ভি রামাশুভ্রামানিয়ানের বেঞ্চ, দ্য ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে টাটা সন্সকে আবেদনের অনুমতি দেন এবং সাইরাস মিস্ত্রি ও শাপুরজি পলনজি গ্রুপের করা আবেদন খারিজ করে দেওয়া হয়।
মার্চ ২৬, ২০২১