দলীয় প্রার্থীদের সমর্থনে গোসবাতে শাহ
মার্চ ২৩, ২০২১কোন ত্রুটি যাতে না থাকে সেই জন্য দফায় দফায় উচ্চ নেতৃত্ববর্গ, পুলিশ প্রশাসন আধিকারিকরা ও সাথে বিজেপি কর্মীরা পর্যবেক্ষণ করছে সমস্ত এলাকা। নিরাপত্তা-ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে।
মার্চ ২২, ২০২১রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে পুড়িয়ে দেওয়া হয় আব্বাস অনুগামীর আজিত মোল্লার বাড়ি
মার্চ ২২, ২০২১সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্বাস সিদ্দিকী তৃণমূল ও বিজেপি কে একযোগে তীব্র কটাক্ষ করেন। পাশাপাশি দলীয় কর্মীদের উজ্জীবিত করার জন্য তিনি প্রকাশ্য সভা থেকে দলীয় নেতাদের নির্দেশ দেন ‘কারোর গায়ে হাত দিলে ছেড়ে কথা বলবেন না, সকলকে নিয়ে রাস্তা অবরোধ করবেন, কমিশন আমি দেখে নেব।’
মার্চ ২১, ২০২১শনিবার নির্বাচনী প্রচার সভায় ভাঙড়ের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত প্রধান বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
মার্চ ২১, ২০২১এদিন বিজেপি তারকা প্রার্থীকে, হরিদেবপুরের ১২২ ও ১১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায়, দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারে দেখা যায়।
মার্চ ২১, ২০২১এদিন রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব, বেহালার ১১৯ নম্বর ওয়ার্ডে হুডখোলা জিপে করে নির্বাচনের জন্য প্রচার করেন।
মার্চ ২১, ২০২১ভাঙড়ের কাশীপুর থানার জামিরগাছি এলাকায় নাকা চেকিংয়ের সময় এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিশের।তাকে ধরে তল্লাশির পর তার থেকে প্রায় ৫ লক্ষ টাকা উদ্ধার হয়।
মার্চ ১৯, ২০২১বোদরা অঞ্চলের বুড়ানগড়, হরিশপুর এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূল ও আইএসএফ এর বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। আপাতত এলাকা পুরুষশূন্য। আতঙ্কে বাড়ির মহিলারা।
মার্চ ১৯, ২০২১ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার চম্পাহাটিতে। মৃত পুলিশকর্মীর নাম বিকাশ নস্কর(৫২)। তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
মার্চ ১৯, ২০২১স্বামীর মৃত্যুর পর এক ছেলে ও মেয়েকে নিয়ে সংসার চালানোর দ্বিতীয় পথ খুঁজে না পেয়ে রিনা দেবীও বেছে নেন এই প্রাণঘাতী পেশাকে।
মার্চ ১৮, ২০২১দুর্ঘটনার জেরে ট্রেনের সামনের গার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাম্পারেরও বেশ ক্ষতি হয়েছে।
মার্চ ১৮, ২০২১পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনি,সঙ্গে ডিএসপি ক্রাইম, ভাঙ্গড় থানার পুলিশ ,সিআরপিএফ জওয়ানরা।
মার্চ ১৭, ২০২১বুধবার দুপুর ১ টা নাগাদ, একঝাঁক সমর্থককে নিয়ে ডিজে চালিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন ক্যানিং মহকুমা শাসকের দফতরে।
মার্চ ১৭, ২০২১তাদের দাবী, রমেশ মাঝিকে অপসারণ করে সব পরিস্থিতিতে যিনি তাদের সঙ্গে থাকেন, সেই বিকর্ণ নস্করকে প্রার্থী হিসাবে নির্বাচন করা হোক।
মার্চ ১৬, ২০২১খেলা হবে প্রসঙ্গে তিনি বলেন "আমাদের ক্যাপ্টেন খেলোয়াড়রা সবাই রেডি অপরদিকে যদি কোনো খেলোয়াড়ই না থাকে তাহলে খেলা তা কাদের সাথে হবে"।
মার্চ ১৬, ২০২১