নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘ ১০০ বছরের খাল বুজিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ করায় বিক্ষোভ এলাকাবাসীর। তৃণমূলের অধীনস্থ গ্ৰাম পঞ্চায়েতের আধিকারিকেরা এই কাজ করছে বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনায় তুমুল শোরগোল পরে গেছে উত্তর ২৪ পরগণার হাবড়া ১নং গ্ৰাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয়দের অভিযোগ , এলাকার স্থানীয় ভেড়ির মাটি দিয়ে বুজিয়ে ফেলা হয়েছে ১০০ বছরের পুরনো খাল। তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এই কাজটা করেছে। তবে খাল বুজিয়ে ফেলার কারণে আসন্ন বর্ষাকালে প্রায় জলমগ্ন হয়ে সঙ্কটে পরবে প্রায় ২ হাজারটি পরিবার। এভাবে বেআইনি ভাবে খাল ভরাট করার বিষয়ে সঠিক পদক্ষেপ নিক সরকার'।
গ্রামবাসীদের এই অভিযোগে চাপানউতর শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। এই বিষয়ে বারাসাত সংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস মিত্র জানিয়েছেন,'তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যদের মধ্যেই এই বেআইনি কাজ করা হয়েছে। যার কারণে আজ পুলিশ প্রশাসন উদাসীন'।
অন্যদিকে পাল্টা সুর চড়িয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান কামাল হোসেন। তিনি জানিয়েছেন,'রাতে যখন খাল বোজানোর জন্য জেসিবি দিয়ে মাটি কাটা হচ্ছিল তখন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতেই তৎক্ষণার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজেপিরা মিথ্যা অভিযোগ করছে'।
অন্যদিকে হাবড়া এক নম্বর ব্লকের বিএলআরও মুনমুন দাস জানিয়েছেন,'আমরা এখনো এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনত পদক্ষেপ নেওয়া হবে। তবে এইভাবে মাটি কেটে খাল বুজাই করা বেআইনি কাজ'। এই খাল বুজিয়ে অবৈধভাবে রাস্তা নির্মাণ করায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। তরজা শুরু হয়েছে রাজনৈতিক আন্দরেও।