নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - ১০০ দিনের কাজ প্রকল্পের বকেয়া টাকা আদায় করতে দিল্লিতে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধায়। রাজ্যে ১০০ দিনের কাজ করেছেন কিন্তু টাকা পাননি, এমন ১ কোটি মানুষের স্বাক্ষর ও চিঠি সংগ্রহ করবে তৃণমূল।
শনিবার আলিপুরদুয়ারে জনসভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জনসভার মঞ্চ থেকে তিনি জানিয়েছেন, '১ কোটি চিঠি দিন, দিল্লি থেকে টাকা ছিনিয়ে আনব।' কেন্দ্র ১০০ দিনের প্রকল্পের টাকা না দিলে দিল্লি স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি। প্রয়োজনে বঞ্চিতদের দলের খরচায় দিল্লিতে নিয়ে গিয়ে, সেখানে রেখে চলবে আন্দোলন।
তিনি আরও জানিয়েছেন,'বাংলার বিরোধী দলনেতা কেন্দ্রকে চিঠি লিখে বলছে বাংলার টাকা বন্ধ করে দাও। মানুষকে দুর্বল ভাবলে অধিকারের টাকা বন্ধ করে দেওয়া হয়। তাই আপনাদের যারা ভাতা মারছে তাদের বিরুদ্ধে আন্দোলন করুন। এই জেলা থেকে চার লক্ষ মানুষের সই চাই। আমাকে আপনারা সই দিন, আমি একশো দিনের টাকা ছিনিয়ে আনব। বিজেপির উদ্দেশ্য তার হুঁশিয়ারি, দিল্লিতে বৃহত্তর আন্দোলন হবে। তোমরা যে ভাষায় বোঝো, আমি সেই ভাষাতেই উত্তর দিতে জানি। দিল্লি স্তব্ধ করে ছাড়ব। মন্ত্রক চলতে দেব না তোমাদের। কোনও সিবিআই, ইডির ক্ষমতা নেই। যত আমাদের পিছনে এদের লাগাবে, রাস্তায় নেমে আমাদের আন্দোলন তত বাড়বে।'
তিনি আরও জানিয়েছেন,'গত সাত মাসে আমি ৪ বার এসেছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আমরা হয়ত ২০২১ সালে এখানে ভাল করতে পারিনি। কিন্তু আপনারা বলতে পারবেন না আমরা এখানে কাজ করিনি। আমরা আলিপুরদুয়ারের সব অঞ্চলেই কাজ করছি। এটাই আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য। আগে সভা করতে আসলে বলা হত, উত্তরবঙ্গে অভিষেক। এখন বলা হয় আলিপুরদুয়ারে অভিষেক। এই দৃষ্টিভঙ্গির বদল এসেছে। আগামী ১৬ তারিখ থেকে বুথে বুথে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।'
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর