নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - ইদানিং প্রতারণার অভিযোগে অভিযুক্ত হচ্ছেন বেশীর ভাগ বলিউড অথবা টলি তারকারা। তবে এবার প্রতারণার অভিযোগে অভিযুক্ত তারকা হলেন বলিউড অভিনেত্রী জারিন খান। লক্ষ লক্ষ টাকা নিয়েও বাংলার অনুষ্ঠানে আসেননি তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেফতারি পরোয়ানা জারি হলো বীর মুভি খ্যাত নায়িকা জারিন খানের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জারিনের ম্যানেজার কাড়ি কাড়ি টাকা নিলেও কলকাতায় আসেননি। উলটে জারিনের যেদিন কলকাতায় আসার কথা ছিল সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছতে থাকেন। শুধু তাই নয় ওই ইভেন্ট সংস্থার দাবি ফোনেই জারিন খান হুমকি দেন 'কেন যাব বাংলায়? তাদের সংস্থা মুম্বইয়ে কি করে কাজ পায়, দেখে নেব'। রীতিমত কথা কাটাকাটি হয় তাদের। বর্তমানে শিয়ালদহ আদালতে জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপের পর ২০১০ সালে সলমন খান বড়ো পর্দায় নিয়ে আসলেন এই তারকাকে। সালমানের বিপরীতে বীর ছবি দিয়েই বলিউডে হাতে খড়ি জারিনের। অনেকেই অভিনেত্রীর চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন সেইসময়ে। তবে বীর মুভির পর বেশ কয়েকটি ছবি করেই বলিউড থেকে প্রায় উধাও হয়ে যান জারিন। বলিউডে কাজ করে বেশ খ্যাতিও অর্জন করতে পেরেছিলেন তিনি। বর্তমানে বড়োপর্দায় তাকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ জারিন। তবে জারিনের গ্রেফতারির খবর পেয়ে রীতিমত অবাক তার অনুরাগীরা।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর