নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পাঁচ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক নাবালিকা! সোদপুর পিয়ারলেস নগর আবাসনের পাচঁতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বছর ১৫ বয়সী এক কিশোরী।বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আত্মঘাতী কিশোরী।এই ঘটনার তদন্তে নেমেছেন খড়দহ থানার পুলিশ। ইউটিউবার ওই কিশোরীর এই পদক্ষেপকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আবাসন চত্বরে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বেশ দিনকয়েক আগেই ওই পরিবার আবাসনে বসবাস করতে এসেছিলেন। ওই কিশোরী ইউটিউবার বলেই সকলের কাছে পরিচিত,ইউটিউবে ভিডিওর পাশাপাশি টিকটকেও প্রচুর ভিডিও বানাতেন সেই কিশোরী। তবে গতকাল সন্ধ্যায় তার বাবা-মাকে ঘরের ভেতর আটকে রেখে সেই কিশোরীর দৌড়ে ছাদে চলে যায়। সেই সময় আবাসনবাসীরা সে দৃশ্য দেখলেও এই বিষয়ে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু কিছুক্ষণ পরই তার বাবা-মা সজোরে চিৎকার শুরু করে। এরপরই আবাসনবাসীরা তাদের ঘরের দরজা খুলে দিলে, তারা দৌড়ে ছাদে যান। তবে সেখানে কোথাও ছিল না সেই কিশোরী! বরং ছাদ থেকে নিচের দিকে তাকাতেই দেখা যায় কিশোরীর ক্ষত বিক্ষত দেহ মাটিতে পরে রয়েছে।
আবাসনবাসীরা তড়িঘড়ি কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার করে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যায় , তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, সেখান থেকে স্থানান্তরিত করা হয় আরজি কর হাসপাতালে। সমগ্র ঘটনার তদন্তে নেমেছেন খড়দহ থানার পুলিশ।
এপ্রসঙ্গে আবাসনবাসীরা জানিয়েছেন, কিছুদিন আগেই তাদের পরিবার আবাসনে যুক্ত হয়েছে, সেইরূপ ভালো সম্পর্ক তাদের সঙ্গে ওই পরিবারের ছিল না। তাই ব্যক্তিগত কোনো বিষয় আবাসনবাসীরা জানেন না ।তবে তাদের প্রাথমিক অনুমান ,পারিবারিক কোনও সমস্যার কারণেই ১৫ বছর বয়সী ওই কিশোরী এমন ঘটনা ঘটিয়েছে ।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত