নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - শেষ লগ্নে কাউন্টডাউন শুরু রাজ্যের চারটি ভোটকেন্দ্রের। দীর্ঘদিনের ভোট প্রচার ও দেওয়াল লিখনের শেষ পর্বে পৌঁছে গিয়েছে দ্বিতীয় দফার বিধানসভা উপনির্বাচন। এবার ভোটকেন্দ্রগুলোতে চলছে জোর কদমে প্রস্তুতি। সেই চিত্রই দেখা গেল কোচবিহার দিনহাটায়।
শনিবার অর্থাৎ ৩০শে অক্টোবর রাজ্যের চারটি ভোটকেন্দ্রে হতে চলেছে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক মন্ত্রিত্ব পদ বজায় রাখতে বিধায়ক পথ পরিত্যাগ করায় বিগত কয়েক মাস ধরেই অভিভাবকহীন হয়ে পড়েছিল দিনহাটা। যার কারণে পুনরায় উপ নির্বাচনের ঘোষণা করেন নির্বাচন কমিশন। এই নির্বাচনে কোন পার্টি জয়লাভ করবে সেই জন্য রীতিমতো পারদ চড়ছে রাজনৈতিক অন্দরে। যদিও ইতিমধ্যে ভোটকেন্দ্রগুলোকে কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশ দিয়ে সম্পূর্ণরূপে মুড়ে দেওয়া হয়েছে। যাদের মধ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে ১৩৬ জন অফিসার এবং রাজ্য পুলিশ কর্মী রয়েছেন ৯০৩জন।
দিনহাটায় বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অশোক মন্ডল বামফ্রন্টের প্রার্থী আব্দুর রউফ এবং তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছে উদয়ন গুহ। গতকালের উপনির্বাচনে দিনহাটায় ভোটারের সংখ্যা প্রায় ২ লক্ষ্য ৯৮ হাজার ৮০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১লক্ষ ৫৩ হাজার ৯২৪ এবং মহিলা ভোটার রয়েছেন ১লক্ষ ৪৪হাজার ১৫৬ জন। দিনহাটায় সর্বোচ্চ বুথ রয়েছে ৪১৭টি। যাদের মধ্যে ২০৯টি ভাইটাল বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা এবং স্পর্শকাতর বুথ রয়েছে ৫১টি। অন্যদিকে ক্রিটিক্যাল বুথ ১০২টি। শুক্রবার ভোটের আগে পৌঁছে গিয়েছেন ১৬৬৮জন ভোট কর্মী।
উল্লেখ্য, গত উপনির্বাচনে বিজেপি প্রার্থী অশোক মন্ডল জয়লাভ করে বিধায়ক পদ পান। কিন্তু পরবর্তীতে তিনি সংসদের মন্ত্রিত্ব পদ পেতেই দিনহাটাকে একপ্রকার ভুলে গিয়ে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে। যার কারণে দীর্ঘ কয়েক মাস যাবত অভিভাবকহীন হয়ে পড়েছিল দিনহাটা। সেই সুযোগকে কাজে লাগিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার চালিয়েছে তৃণমূল। বর্তমানে দিনহাটায় হাড্ডাহাড্ডি লড়াই শেষমেষ কে রাজত্ব শাসনে বসে তা দেখা যাবে ২রা নভেম্বর ফল প্রকাশের দিন।
ইতিহাসের পাতায় নাম লেখাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
রবিবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে লড়াই চলে
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
গতকাল যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এটি তারই উত্তরপত্র
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
ANM & GNM প্রস্তুতিতে আজ পরিবেশবিদ্যা
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯
ধৃত ২ তৃণমূল কর্মী অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী , গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
এক নজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট
তিনি ইন্টারনেট উদ্যোক্তা এবং ভারতের প্রথম মহিলা যিনি ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করতে পেরেছেন
ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স