নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রাজ্যে করোনা সংক্রমণের হার গত কয়েকদিনের তুলনায় সামান্য কমলেও বাড়ছে মৃত্যু সংখ্যা যা স্বাস্থ্যদপ্তরের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সুস্থতার হার ঊর্ধ্বমুখী।
স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টাতে এই রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১০১ জন। সুস্থতার হার ৮৭.৪২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৬০ হাজার ১৬ টি নমুনা পরীক্ষা হয়েছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১১ লক্ষ ৫২ হাজার ৪৩৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৭ হাজার ৪৪২ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজার ৪৩১ জন। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগী ১ লক্ষ ৩১ হাজার ৫৬০ জন। রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ১৫ লক্ষ ৩৭৩ জনের করোনা পরীক্ষা হয়েছে।
জেনে নিন পেটের চর্বি কমানোর জন্য কোন কোন যোগাসন করবেন
জেনে নিন ঋতুস্রাবের সময় কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
জেনে নিন ত্বকের বলিরেখা দূর করতে কোন কোন যোগাসন করবেন
জেনে নিন নার্ভের সমস্যা দূর করতে কোন কোন যোগাসন করবেন
আগামী ২দিন পর্যন্ত চলবে এই মেলা