নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ফের একবার সংবাদ শিরোনামে বলি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তবে এবারে তিনি কোন রাজনৈতিক বাকবিতণ্ডা অথবা কোন তারকাকে নিয়ে কটুক্তি করেনি। এবারে তিনি তীব্র বিস্ফোরক মন্তব্য করেছেন বর্তমান যুব সমাজের ওপর। অর্থাৎ ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মেছেন তাদের বিদ্রুপ করেছেন অভিনেত্রী। তার মত অনুযায়ী ,তারা নাকি সেক্স করারও সময় পর্যন্ত পান না । তাই অভিনেত্রী তাদের ব্যায়াম ও যোগব্যায়াম করার পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে স্টোরিজে শুক্রবার তিনি লেখেন, 'জেন জেড, হাহা। ওদের হাত পা কাঠির মতো। ওরা তো জীবনের অধিকাংশ সময়টা ফোনের সঙ্গে কাটায়। বাস্তবে কেউ কারও সঙ্গে কথা বলে না, কিছু দেখে না, বা পড়ে না। এই প্রজন্ম কেবল দ্রুত সাফল্য পেতে চায়। কোনও ডিসিপ্লিন মানে না।'
তিনি আরও লেখেন এদের ব্যাপারে। লেখেন, 'এই প্রজন্ম স্টারবাকস ও অ্যাভোকাডো টোস্ট ভালোবাসলেও এরা আদতে বাড়ি কিনতে পারে না। তারা কাউকে দেখানোর জন্য ভাড়ায় দামী ব্র্যান্ডের পোশাক পরতে পারে কিন্তু বিয়ে করার জন্য কমিট করতে পারে না। শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী এরা তো এত অলস হয় যে এরা সেক্স পর্যন্ত করতে পারে না। এই প্রজন্ম আসলে গাজর মুলোর মতো। চোখ পাকাচ্ছে, গালাগালি দিচ্ছে, লোকজনকে ম্যানুপুলেট করে ব্রেন ওয়াশ করছে। এদের দরকার ব্যায়াম ও যোগব্যায়াম।
প্রসঙ্গত , কঙ্গনা বর্তমানে চন্দ্রমুখী ২ -এর শ্যুটিংয়ে ব্যস্ত। এই ছবিটির পরিচালনা করেছেন পি বসু। এটি তামিল হরর কমেডি মুভি চন্দ্রমুখীর সিক্যুয়েল। প্রথম ভাগে রজনীকান্ত এবং জ্যোতিকা ছিলেন। চন্দ্রমুখী ২ -তে অভিনেত্রীকে রাজসভার এক নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে। তাঁর বিপরীতে রাঘব লরেন্সকে দেখা যাবে এই ছবিতে।অন্যদিকে কিছুদিন আগেই তিনি এমারজেন্সি ছবির শ্যুটিং শেষ করেন। সেখানে তাকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে।
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
তার মৃত্যুতে শোকাহত গোটা বলি পাড়া
সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন উদয়ানিধি স্ট্যালিন
বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে দ্রুত আরোগ্য কামনা করেছেন তার অনুরাগীরা
রাঘব-পরিণীতির বিয়েতে রাখা হয়েছে ১০০ জন স্পেশাল নিরাপত্তারক্ষী
আগেই প্রেম সম্পর্কে সিলমোহর দিয়েছেন ঋতাভরী
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
সত্যিই কি অন্তঃসত্ত্বা? নাকি প্রোফাইল হ্যাক, জানালেন ঋতাভরী
মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গে মিমি চক্রবর্তীর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা
ব্যক্তিগত জীবন হোক অথবা বিতর্ক সব ক্ষেত্রেই কারান জোহরকে নিয়ে চর্চার অন্ত নেই
মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৫৮ বছর
রোম সাম্রাজ্যের ইতিহাসে তিনজন অত্যাচারী সম্রাটের নাম পাওয়া যায় নিরো, ক্যালিগুলা ও কমোডাস
২০২১ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে রাজের সঙ্গে বিবাহ করেন পরীমণি