নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - চার পুরনিগমের মধ্যে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের নজর রয়েছে শিলিগুড়ি পুরসভার দিকে। এই পুরসভা বিগত ভোটে সিপিএমের দখলে থাকলেও বিগত কিছু বছরে পাল্টেছে রাজনৈতিক প্লট।
শিলিগুড়ি পুরনিগম উত্তরবঙ্গের একমাত্র বড় ও গুরুত্বপূর্ণ পুরনিগম। তাই সিপিএম, বিজেপি ও তৃণমূলের জমজমাট লড়াই রয়েছে। মূল লড়াই শিলিগুড়ির তিন রাজনৈতিক দলের তিন্ডাকসাইটে নেতাদের মধ্যে। সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, তাঁর শিষ্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের মধ্যে ।
শনিবার আনন্দময়ী কালিবাড়িতে পুজো দিয়ে ভোট দিতে আসেন গৌতম দেব।আসার পথে সিপিএম নেতা অশোক ভটচার্যের সাথে দেখা হলে সৌহার্দ্য বিনিময় করতে ভুল করেননি এই প্রাক্তন মন্ত্রী। শিলিগুড়ি পুরসভায় ভোট দিয়ে উন্নয়নের কথাই জানালেন গৌতম দেব। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের উৎসব শান্তিপূর্ণভাবেই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সবাইকে ভোটাধিকার প্রয়োগে সাহায্য করছে আমাদের কর্মীরা। শান্ত, সংযত হয়ে ভোট দেওয়ার উৎসাহ দেওয়া হচ্ছে। নতুন, উন্নততর শিলিগুড়ি তৈরি হোক।’ শিলিগুড়িতেও নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ। চার পুরসভার ভোটগ্রহণ নিয়ে কড়া নজরদারি রয়েছে রাজ্য নির্বাচজন কমিশনের।
অন্যদিকে ৪১ বছরের লড়াইয়ের সঙ্গী। এই প্রথম স্ত্রীকে ছাড়া ভোট দিতে এলেন শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। আর স্ত্রীকে ছাড়া ভোট দিতে এসে কেঁদে ফেললেন সিপিএমের এই হেভিওয়েট নেতা। ২০ নম্বর ওয়ার্ডের ভোটার অশোক ভট্টাচার্য, নেতাজি উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন সবসময়। এতদিন প্রতি ভোটেই সঙ্গী ছিল স্ত্রী। কিন্তু গতবছরে প্রয়াত হন অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্যের। তাই শনিবার ভোট দিতে এসে কিছুটা আবেগে ভেসে যান সিপিএম নেতা।এদিন সকালে ভোট দিতে আসার আগে প্রয়াত স্ত্রী'র ছবি মালা দেন অশোক ভট্টাচার্য।
অশোক ভট্টাচার্য জানিয়েছেন, ‘এই প্রথম স্ত্রী রত্নাকে ছাড়া ভোট দিলাম একা একা। টানা ৪১ বছর লড়াইয়ের সঙ্গী ছিল। তাই বেশ খারাপ লাগছে। প্রয়াত স্ত্রীর ছবিতে মালা দিয়ে ভোট দিতে এসেছি। ও থাকলে খুব ভালো লাগত। এই ভোট এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে। শিলিগুড়ির একটা আলাদা রাজনৈতিক সংস্কৃতি রয়েছে। আজও তা রক্ষা হোক তা আমরা চাই। যেন শান্তিপূর্ণ ভাবে যে যার পছন্দের দলকে ভোট দেন। এখানে যেন কলকাতার মতো না হয়। এই আবেদনই করেছিলাম আমরা। সেই আবেদনেই এখনও পর্যন্ত মানুষ সাড়া দিচ্ছেন। পুলিশ-প্রশাসন আরও একটু সক্রিয় হলে ভালো হত। আমার ৬ নম্বর ওয়ার্ডে ছোট ছোট কিছু ঘটনা ঘটেছিল। পুলিশকে জানানো হয়েছিল। সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’
অপরদিকে এদিন সকাল সকাল শিলিগুড়ি ভারত চন্দ্র বিদ্যাপীঠে ভোট দিলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শঙ্কর ঘোষ।
নাপোলি - ৫
ভেরোনা - ২
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জেরেই ফিফার শাস্তিভোগ, নড়েচড়ে বসেছে কেন্দ্র
রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে তুইতোকারি করে কথা বলছে,ওনার ভাষাজ্ঞান আছে, কটাক্ষ সুকান্তর
অ্যাটলেটিকো মাদ্রিদ - ৩
গেটাফে - ০
জুভেন্টাস - ৩
সাসুওলো - ০
লিভারপুল - ১
ক্রিস্টাল প্যালেস - ১
মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
২ঘণ্টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে দৌড় শেষ করে বিরাট সাফল্য আলেকসান্দ্রার
বিধাননগর ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতির উদ্যোগে নারিশক্তিকে তুলে আনতেই আয়োজিত এই প্রদর্শনী ম্যাচ
অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ মালিককে গ্রেফতার করেছে চকবাজার থানার পুলিশ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর
ব্যাজ নাম্বার দেখে সনাক্ত করা হয়েছে ২ শহীদ জওয়ানকে , পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য
গ্রেট ক্যালকাটা কিলিংসের মত ঘটনা ঘটানোর জন্য তৃণমূল যদি বিশেষ বাহিনী রাখে , তাকে রুখে দেওয়া জন্য বিজেপিও তৈরি, হুঁশিয়ারি বিজেপির
খেলা হবে দিবস উপলক্ষ্যে মানিকতলায় তৃণমূলের মিছিল
চন্দনওয়াড়ি থেকে পেহেলগাও হয়ে অমরনাথ যাওয়ার যাওয়ার পথে দুর্ঘটনা