পুজোতে ২০ শতাংশ বোনাস দিতেই হবে , দাবি তুলে ধর্নায় চা শ্রমিকরা

অক্টোবর ০৮, ২০২৩ দুপুর ১১:২৫ IST
652166fece201_images (1) (12)

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আর মাত্র কয়েকদিন। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চারিদিকে চলছে একাধিক সমস্যা। এর মাঝেই এবার বোনাসের দাবিতে বাগানের কাজ বন্ধ করে ধর্নায় বসলেন চাবাগান শ্রমিকরা। ২০ শতাংশ বোনাস দিতেই হবে দাবিতে শুরু হয়েছে আন্দোলন।  চলছে একাধিক গেট মিটিং।  দাবি না মানলে জাতীয় সড়ক অবরোধ করা হবে এমনটাই হুমকি দিচ্ছে শ্রমিক নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতেই ঘোষণা হয়েছে চতুর্থ বৈঠকের দিন। 

সূত্রের খবর , পুজোর মুখে বোনাস না হাতিয়েই ২০ শতাংশের দাবিতে ধর্নায় বসলেন বানারহাটের  গ্যান্দ্রাপাড়ার চা বাগানের শ্রমিকরা। শনিবার সকালে ডান-বাম বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি একাত্রিত হয়ে তরাই ও ডুয়ার্সের বেশ কয়েকটি চাবাগানের গেট মিটিংয়ে শামিল হয়। দাবি না মানলে রাস্তা অবরোধ থেকে শুরু করে ধর্মঘট চালাবে তারা এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। 

এই দিন উত্তর দিনাজপুর জেলার মোট ২৮ টি চা বাগানে গেট মিটিং হয়েছে। শুক্রবারের তৃতীয় বোনাস বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন বাগানে শুরু হয় শ্রমিকদের মিটিং। উচ্চমহল থেকে ১৫ শতাংশ হারে বোনাস দেওয়া হবে এমন সিদ্ধান্ত জানালেও শ্রমিকরা রাজি নন এই প্রস্তাবে। বোনাস না দিলে জাতীয় সড়ক অবরোধের হুমকি দিয়েছে শ্রমিক নেতৃত্ব।

শ্রমিকরা জানিয়েছেন, 'পুজোর আগে আমাদের হকের টাকা আমাদের দিতে হবে। আমরা ২০ শতাংশ বোনাসই চাই। এর কমও না বেশিও না। আমাদের ঠকানো হয়েছে। এটা আমরা আর মেনে নেব না।' যদিও এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। পরিস্থিতি সামাল দিতে আগামী ১০ ই অক্টোবর চতুর্থ বোনাস বৈঠক ডাকা হয়েছে। 

ভিডিয়ো

Kitchen accessories online