নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ২০২১ সালে দল থেকে বহিস্কার করা তৃনমূল নেতাকে দলে ফিরিয়ে এনে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে নিয়ে এলো জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। তবে পঞ্চায়েত ভোটের আগে এভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় অস্বস্তিতে তৃণমূল শিবির।
দল বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে মুর্শিদাবাদ জেলা পরিষদের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে ভারপ্রাপ্ত কর্মাধ্যক্ষ আনারুল হককে ২০২১ সালের এপ্রিল মাসে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি দল থেকে সাসপেন্ড করেছিলেন। কিন্তু রাজ্য নেতৃত্ব এই সাসপেনশন তোলার আগেই আনারুলের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে তাকে দলে ফিরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান কানাই চন্দ্র মন্ডল , আনারুলের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলার মহিলা সভাপতি হালিমা বিবি , জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন সহ কয়েকজন তৃণমূল নেতা-কর্মী।
আর এই ঘটনার পরই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার কোর কমিটির অন্যতম সদস্য তথা ওই সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি , সামশেরগঞ্জ তৃণমূল কংগ্রেস বিধায়ক আমিরুল ইসলাম। তৃণমূল বিধায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির অনুমোদন ছাড়া আনারুল হকের তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্তি তিনি মানেন না।
সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক জানিয়েছেন , 'আনারুল হকের সাসপেনশন তৃণমূলের রাজ্য নেতৃত্ব তুলে নিয়েছে এমন কোনও খবর আমার কাছে এখনও পর্যন্ত নেই। কিন্তু খুব গোপনে বুধবার আমাদের দলের কয়েকজন নেতা আনারুলের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে তাকে দলে ফিরিয়ে নিয়েছে বলে আমি শুনেছি। আমি এই সিদ্ধান্ত মানি না'।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।