নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ক্যানিং হাসপাতালে ক্রমাগত বাড়ছে যক্ষ্মা রোগীর সংখ্যা। শুক্রবার যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০ জন যক্ষ্মা রোগীর চিকিৎসা এবং সেবা প্রদানের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে অভিনব দৃষ্টান্তের নজির গড়লেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস এবং মাতলা ২ নং পঞ্চায়েত প্রধান উত্তম দাস। । অনুষ্ঠানটি থেকে অনুপ্রেরণা পেয়ে আরও সহৃদয় ব্যক্তিরা যাতে অভাবগ্রস্ত যক্ষ্মারোগীদের পাশে এসে দাঁড়ায় সেই জন্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিন বর্নাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস, মাতলা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস, ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার ডাঃ অপূর্বলাল সরকার, ডাঃ রাহুল সরকার, ডাঃ তারিক আনোয়ার সরদার,ডাঃ সমরেন্দ্র নাথ রায়, গ্রামীণ চিকিৎসক আশরাফ হালদার, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ, ক্যানিং ১ নং ব্লক যুব তৃণমূল সভাপতি অরিত্র বসু, জেলা পরিষদ সদস্য তপন সাহা, সুশীল সরদার সহ বিশিষ্টজনেরা।
এদিন অনুষ্ঠানে ২০ জন যক্ষ্মা রোগীর চিকিৎসা এবং সেবা প্রদানের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ২২ জন যক্ষ্মা রোগীর হাতে পুষ্টিকর সুষম খাদ্য তুলে দেওয়া দেন পশ্চিম ক্যানিংয়ের বিধায়ক পরেশ রাম দাস। যক্ষ্মা রোগ প্রতিরোধে দরকার পুষ্টিকর সুষম খাবার সঙ্গে রয়েছে ব্যয়বহুল চিকিৎসা খরচ। অনুষ্ঠানটি দেখে অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলে আশাবাদী তারা।
অনুষ্ঠানের বিষয়বস্তু সম্পর্কে পরেশ রাম দাস বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই আরো সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এগিয়ে আসুক এবং এই সমস্ত রোগীদেরকে সাহায্য করুক বিভিন্নভাবে। তিনি আরও বলেন ভারতবর্ষ থেকে যক্ষাকে নির্মূল করতেই হবে যা আমাদের সরকারের অঙ্গীকার।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপি বিধায়ক
ধৃতরা হল মনিরুল খান ও আব্দুল মজিদ খান
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় আহত ২০ জন যাত্রী
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি , নতুন এসপি হিসেবে দায়িত্ব নেবেন ভাস্কর মুখোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার আগের দিনই ইস্তেহার প্রকাশ তৃণমূলের
দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট জেলে , ক্রমেই বিরোধীরা থাবা বসাচ্ছে বীরভূমে
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে জেরে চলছে বোমা-গুলি , ভাঙচুর করা হয়েছে একাধিক বাড়ি
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ভারতীয় সংবিধান ও অর্থনীতি ও সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনাবলী এবং সাধারণ বিজ্ঞানের উত্তরপত্র
বেফাঁস মন্তব্যের জেরে এবার ফের নতুন করে আইনি নোটিস পেলেন সৌমিত্র
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে , বার্তা হাসিনার
রাশিয়া ও ইউক্রেনে চলমান সংঘাত বাংলাদেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পরেছে , দাবি হাসিনার
ANM & GNM পরীক্ষার প্রস্তুতিতে আজ ভূগোল সাধারণ বিজ্ঞান ও General Intelligence & Reasoning এর উত্তরপত্র
একইমঞ্চে বিজেপি থেকেও সিপিএমে যোগ একাধিক কর্মীর
আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ