২৪ ঘন্টা খোলা থাকবে ওষুধের দোকান , অভিনব উদ্যোগ নিলো পুরুলিয়া জেলা প্রশাসন

ডিসেম্বর ০৪, ২০২২ বিকাল ০৭:৩৭ IST
638c8e769d46d_IMG-20221202-WA0035

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - হাসপাতালে ভর্তি রোগীর পরিজনদের দীর্ঘদিনের হয়রানির সমাধানে অভিনব উদ্যোগ নিল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এবং পুরুলিয়া জেলা প্রশাসন। ডিসেম্বর মাস থেকে পুরুলিয়া জেলায় যে কোন একটি করে ওষুধের দোকান সারারাত ধরে খোলা থাকবে এবং সে ক্ষেত্রে যথাযথ পুলিশি নিরাপত্তা প্রদান করা হবে বলে প্রশাসনিক তরফে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , পুরুলিয়া সদর হাসপাতালে রোগীদের মধ্যরাতে কোন জরুরি ওষুধের প্রয়োজন হলে তা পেতে হাজারো সমস্যার সম্মুখীন হয় রোগীর আত্মীয় প্রিয়জনেরা। এই বিষয় নিয়ে বহুদিন ধরেই অভিযোগ করে এসেছে সাধারণ মানুষ। এমনকি পুলিশের সাহায্য নম্বর 'পুলিশ বন্ধুতে' ফোন করে সমস্যার কথা জানিয়েছেন অসহায় আত্মীয়-পরিজনেরা। দীর্ঘদিনের সমস্যার দূর করতে পুরুলিয়া টাউন থানা এলাকার স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিশেষ উদ্যোগ নিলো জেলার পুলিশ প্রশাসন।

অভিনব উদ্যোগ সম্পর্কে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের  সভাপতি আনন্দ খেরিয়া জানান যে,পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হয়েছিল আমরা আলোচনার পর সিদ্ধান্ত নিই। প্রতিদিন একটি করে ওষুধ দোকান খোলা থাকবে সারা রাত ধরে। এই উদ্যোগ মূলত পুরুলিয়া সদর হাসপাতালের রোগী এবং তাদের আপনজনদের সুবিধার্থে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভিডিয়ো

Kitchen accessories online