নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ২৪ ঘন্টা পেরিয়ে গেছে তবুও ব্যারাকপুর এগুলি কান্ডে এখনো দুষ্কৃতীরা অধরা রয়েছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছেন পুলিশ। তবে কান্নায় ভেঙে পরেছে মৃতের পরিবার। এরইমধ্যে সোনার দোকানে ডাকাতি ও তাতে বাধা দেওয়ায় মালিকের ছেলের খুনের ঘটনায় উঠে আসছে আরও একটি তথ্য। আদৌ ডাকাতিতে বাধা দেওয়ায় খুন নাকি তা পূর্ব পরিকল্পিত, পারিপার্শ্বিক একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে ভাবাচ্ছে পুলিশকে।
প্রাথমিকভাবে পুলিশি তদন্তে উঠে এসেছে একটি পুরনো বিবাদের তত্ত্বও। জানা গেছে , একটি বাড়ির নীচে দোকান ঘর ভাড়া নিয়েছিলেন ব্যবসায়ী। ভাড়া নিয়ে মালিকের সঙ্গে ব্যবসায়ীর বিবাদ ছিল। সেক্ষেত্রে বাড়ি মালিকের বয়ানেও উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে , ২০০১ সালে ঘোষ পরিবার থেকে ৩০০ টাকার বিনিময়ে চুক্তিভিত্তিতে সিংহ জুয়েলারি হাউজ় করার জন্য দোকান ভাড়া নিয়েছিলেন নীলরতন সিংহ। এরপর ভাড়া বেড়ে হয় ৫০০ টাকা। ভাড়া নিয়ে বাড়ির মালিকের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়। দু’বছর আগে সেই বিবাদ গড়ায় আদালত পর্যন্তও। এরপর তৈরি হয় আইনি জটিলতা
এখনও পর্যন্ত এই দোকান নিয়ে আইনি লড়াই চলছে। তবে সংসদ অর্জুন সিং জানান, তার কাছেও বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করতেন ব্যবসায়ী নীলরতন। সাংসদ জানান, নীলরতন তাকে বলতেন, বাড়িমালিক তাকে মাঝে মধ্যেই উঠে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। আগে বিভিন্ন রকম হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। এই বিষয়টি সাংসদকে দেখার জন্য অনুরোধও করেন নীলরতন। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন বর্তমান বাড়ির মালিক।
বাড়ির বর্তমান মালিক কুমারেশ দাস বলেন, “আমার বাবার সঙ্গে আসলে চুক্তি হয়েছিল। কিন্তু তা কত বছরের জন্য তা সেই চুক্তিপত্রে নির্দিষ্ট করে উল্লেখ ছিল না। এখন একটা সমস্যা তৈরি হয়েছে। তা আইনি পথে চলছে। কিন্তু যে সব অভিযোগ তোলা হচ্ছে, তার কোনও সারবত্তা নেই।”
এদিকে এই নিয়ে মৃতের দিদি কান্নায় ভেঙে পরে অভিযোগ জানায়,"ভরা বাজারে এটি পূর্ব পরিকল্পিত একটি ঘটনা। কেননা সেখানে অনেকেই উপস্থিত ছিলেন একজনের গুলি পায়ে লেগেছে , অপর জনের গুলি পায়ের সাইডে দিয়ে চলে গেছে। ওরা যদি শুধুই ডাকাতি করতে আসতেন তবে জিনিস লুট করে চলে যেত , ভাইকে মারত না। বাজারে বন্দুক নিয়ে কিভাবে দুষ্কৃতীরা ঘুরছিল? এটা সম্পূর্ণ পুলিশের গাফিলতি'।
এদিকে ব্যারাকপুর কান্ডে ফিরহাদ হাকিম জানিয়েছেন ," ভারতবর্ষের প্রতিটি প্রান্তে দুষ্কৃতী ছড়িয়েছে রয়েছে। তবে অন্য রাজ্যের মত এখানে পুলিশি ব্যবস্থার মধ্যে কখনো শুট আউট হয় না , কখনোই প্রমাণ লোপাট করার জন্য পুলিশি নিরাপত্তার মধ্যে কাউকে দুষ্কৃতী সাজিয়ে শুট আউট হয় না। আইন রয়েছে, বিএসএফ রয়েছে, রয়েছে অভ্যন্তরীণ প্রশাসন, তাই অতি দ্রুতই দুষ্কৃতীরা পাকড়াও হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক