নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং - অবশেষে পাহাড়ের জিটিএ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন। জুন মাসে নির্বাচন হওয়ার কথা আগেই জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। এবার হাজার বাধা পেরিয়ে অবশেষে আগামী ২৬শে জুন জিটিএ নির্বাচন হবে বলে জানালো জেলা প্রশাসন।
দার্জিলিংয়ের জেলাশাসক তথা জিটিএ নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলানো এস পুণ্যবালামের কার্যালয়ে মঙ্গলবার পাহাড়ের সবকটি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধনও। তবে এদিন জিটিএ নির্বাচনের বিরোধিতায় বৈঠক বয়কট করেন বিজেপি, জিএনএলএফের প্রতিনিধিরা। তবে তাদের আপত্তি উড়িয়েই ২৭ মে নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির প্রস্তুতি নিচ্ছে সরকার। এদিনের বৈঠকে স্থির হয়েছে নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি ধাপের খুঁটিনাটি।
এদিন জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অজিত রঞ্জন বর্ধন সর্বদলীয় বৈঠকের পর জানিয়েছেন,'আগামী ২৭শে মে সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলেই শুরু হবে মনোনয়ন পর্ব। ২৭ তারিখ থেকে সাতদিন মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলবে। এরপর প্রত্যাহার, স্ক্রুটিনি পর্ব পেরিয়ে ২৬ জুন ভোট। এর জন্য দার্জিলিং ও কালিম্পংয়ের মহকুমাশাসককে অতিরিক্ত রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। গণনা ও ফলপ্রকাশ হবে আগামী ২৯শে জুন'।
অন্যদিকে স্পেশ্যাল অবজার্ভার এ জি বর্ধন বলেছেন,'আগামী ২৭ তারিখ সরকারিভাবে জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হলেই শুরু হয়ে যাবে মনোনয়ন পর্ব। ২৭ থেকে সাতদিন মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলবে। তারপর প্রত্যাহার, স্ক্রুটিনি পর্ব পেরিয়ে ২৬ জুন ভোট। এর জন্য দার্জিলিং ও কালিম্পংয়ের মহকুমা শাসককে অতিরিক্ত রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে'।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বিজেপি এবং তার সহযোগি জি এন এল বলে আসছিল জিটিএ নির্বাচন করে পাহাড়ের উন্নয়ন হবে না, পাহাড়ের উন্নয়নের জন্য স্থায়ী সমস্যার সমাধান করা দরকার। সেই কারণেই আজ তারা দার্জিলিং জেলাশাসকের ডাকা সর্বদলীয় বৈঠক অংশগ্রহণ করেননি। তারপরই প্রায় ৫ বছর পর জিটিএ নির্বাচন হতে চলেছে। জুনে এই নির্বাচন হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো প্রস্তুতি শুরু হয়।
নির্বাচনে প্রাথমিকভাবে পাহাড়ের দলগুলি রাজি থাকলেও, পরে বিরোধিতা করেন বিমল গুরুং। আগে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান চাই, তারপর জিটিএ নির্বাচন হবে। তাঁদের এই দাবি না মানলে অনশন হুঁশিয়ারিও দিয়েছিলেন। এমনকী মঙ্গলবারের সর্বদল বৈঠকেও নির্বাচন স্থগিত করার দাবিও তোলেন মোর্চার প্রতিনিধি। তবে মোর্চার এই দাবি কার্যত উড়িয়ে ২৬ জুনই জিটিএ ভোটের বিজ্ঞপ্তি জারির পথে এগোচ্ছে সরকার।
এদিকে বিমল গুরুংয়ের নির্দেশে গত সপ্তাহ থেকে গোর্খা জনমুক্তি মোর্চার যুব মোর্চা রীলে অনশনে বসেছে এই নির্বাচনের বিরোধীতা করে। পাশাপাশি গুরুং নিজেও অনশনে বসার হুমকি দিয়ে রেখেছেন। এখন দেখার পাহাড়ের রঙ আজকের জিটিএ নির্বাচনের দিনক্ষণ ঘোষনার পর কোনদিকে মোড় নেয়।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে