নিজস্ব প্রতিনিধি, জোশীমঠ - ক্রমশ বেড়েই চলেছে জোশীমঠের ভূমিধস। চার দিকে ফাটল আর ফাটল। ৬০০-র বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করেছে উত্তরাখন্ডের সরকার। ভেঙে ফেলা হচ্ছে একাধিক নির্মাণ। এর মধ্যেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য।
দেরাদুনের একটি সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের মার্চ মাস থেকে জোশীমঠ ও তার আশেপাশের এলাকায় ফাটল ধরতে শুরু করেছিল। অর্থাৎ, ৩ বছর আগে থেকেই বসে যাচ্ছিল জোশীমঠের মাটি। প্রতি বছর আড়াই ইঞ্চি করে বসে যাচ্ছে জোশীমঠ।
জোশীমঠের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণ এবং আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন জ্যোতিষ পীঠের ৪৬তম শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। এই মামলার শুনানি ছিল মঙ্গলবার। তবে এই নিয়ে জরুরি শুনানি দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
সূত্রের খবর, বর্তমানে জোশীমঠের যা পরিস্থিতি তাতে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ‘মাউন্ট ভিউ’ ও ‘মালারি ইন’ নামের ২ টি হোটেল একে অপরের গায়ে হেলে পরেছে। এই আশঙ্কা করে মঙ্গলবার ভেঙে ফেলা হবে এই দুই বিলাসবহুল হোটেল। উত্তরাখন্ডেরর মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি আর মীনাক্ষী সুন্দরম জানিয়েছেন, ‘ওই দুই হোটেল যন্ত্রের সাহায্যে ভেঙে ফেলা হবে’। পাশাপাশি আরও বেশ কিছু নির্মাণ ভেঙে ফেলা হবে।
উল্লেখ্য, গত কয়েকদিনে ৫০০ টির বেশি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল। ধসে পরেছিল সে রাজ্যের মন্দির। পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এশিয়ার দীর্ঘতম রোপওয়ে। দু’টি হোটেল পুরোপুরি বন্ধ করা হয়েছে। গত কয়েক বছর ধরে পাহাড় কেটে একাধিক রাস্তা তৈরির জন্য মাটি ক্ষয় হয়েছে। সে কারণেই বারবার ধস নেমেছে, এসেছে হড়পা বানও।
ইতিমধ্যেই বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তরাখন্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। জোশীমঠ এলাকার প্রায় ৬০০ টি পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। মাটি ধসে যাওয়া এবং বাড়ি ও রাস্তায় ফাটলের জন্যই এই সিদ্ধান্ত।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। এরপর তিনি জানিয়েছিলেন, ‘জোশীমঠ ধস-প্রবণ এলাকা। ওই এলাকা বসবাসের অযোগ্য। এদিনই ৬০ টির বেশি পরিবারকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এলাকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। তিনি উদ্ধারকাজে সবরকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন’।
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট
রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে কোনো ভোটই পরেনি
এই নিয়ে রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯
সার্চ কমিটিতে ভিন রাজ্যের কেউ থাকবেন কিনা, সেই নিয়ে জল্পনা জারি এখনো
রোগ চিহ্নিত করতে জেলার সাতটি ব্লক ও তিনটি পৌরসভা মিলিয়ে ২০ টি জায়গায় শুরু হয়েছে সমীক্ষা