গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মৃত ৩ সিভিক ভলান্টিয়র

মার্চ ২৬, ২০২১ বিকাল ০৬:১৫ IST
605dd61d03b79_20210326_180530

নিজস্ব প্রতিনিধি, মালদহ - বৃহস্পতিবার গভীর রাতে আইসি আশিস দাসের নেতৃত্বে  কালিয়াচক থানার পুলিশ কয়েকজন অভিযুক্তকে ধরতে বেরিয়েছিলেন। মোট তিনটি গাড়িতে যাচ্ছিলেন পুলিশ কর্মীরা। তাঁদের মধ্যে কয়েকজন সিভিক ভলান্টিয়রও ছিলেন। ৩৪ নম্বর জাতীয় সড়কে জালালপুর এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় একটি গাড়ি। সেটিতে ৬ থেকে ৭ জন সিভিক ভলান্টিয়র ছিলেন। গুরুতর জখম হন তাঁরা। স্থানীয় ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তিন সিভিক ভলান্টিয়রের। আহতরা চিকিৎসাধীন।

মৃতদের নাম প্রদীপ মণ্ডল, আবাইদুর শেখ ও রাজা শেখ।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়েছিল গাড়িটি। পুলিশের তরফে জানানো হয়েছে, "ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে গাড়ির গতি কত ছিল। গাড়িতে কোনও যান্ত্রিক সমস্যা ছিল কি না।"

ভিডিয়ো

Kitchen accessories online