নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - ভোটের মুখে ফের বেআইনি মাদক পাচারের ছক বানচাল করল পুলিশ। সোমবার রাতে, হেরোইন সহ, পুলিশের জালে ধরা পরে ৩ জন।
গোপন সূত্রে খবর পেয়ে, মুর্শিদাবাদ জেলার পন্ডিতপুরের কৃষক বাজার সংলগ্ন রাজ্য সড়কে গোপন অভিযান চালায় পুলিশ। সোমবার রাতে, প্রায় ১ লাখ টাকা বাজারমূল্যের মোট ১৫০ গ্রাম হেরোইন হাত বদল করতে আসে তিন যুবক। সেই সময়, অবৈধভাবে মাদক পাচার করার দায়ে, নাজির শেখ, আশরাফুল শেখ, সামায়ুন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার, ধৃত ৩ মাদক পাচারকারীকে আদালতে তোলা হয়েছে। কারা এই কারবারির সাথে যুক্ত তার তদন্তও চলছে বলে জানা গেছে।