নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিপাড়ার তারকা জুটিগুলির মধ্যে অন্যতম জুটি হলো ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরার জুটি। গত ১২ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। আর সেই সম্পর্ক নিয়ে কোন রাখঢাক নেই দুজনের। খবর খুব দ্রুতই ছাদনাতলায় বিয়ের পিঁড়িতে বসবেন তারা। গত ৩১ মার্চ শুক্রবার ছিল অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের জন্মদিন। এবছরে ৩১তম বর্ষে পদার্পণ করেছেন তিনি।
তবে সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাদের নতুন সিনেমা ‘লাভ ম্যারেজ’। অঙ্কুশ-ঐন্দ্রিলার একত্রিতভাবে দ্বিতীয় ছবি লাভ ম্যারেজে।তাই লাভ ম্যারেজের প্রচারে বড়ই ব্যস্ত দুজন। তাই সেভাবে আলাদা করে এবারে আর কোনও পার্টি রাখা হয়নি। বরং বাড়িতেই হয়েছিল জন্মদিনের আয়োজন। দুই বাড়ির সকলে মিলে, ভালো-ভালো রান্নাবান্না করে, ঘরোয়া পার্টিতেই করা হয়েছে সেলিব্রেট।
কেক কাটার এই মুহূর্ত ঐন্দ্রিলা শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে। একটা নয়, তিনটে কেক এসেছিল জন্মদিন উপলক্ষ্যে। ফ্লোরাল প্রিন্টের ওয়ানপিস পরেছিলেন। পাশে অঙ্কুশকে নিয়েই কেক কাটলেন। ঘর সাজানো হয়েছিল বেলুন আর হ্যাপি বার্থ ডে ফেস্টুনে। এবারে হবু স্ত্রীকে ‘একটা পেন্ডেন্ট উপহার দিয়েছেন অঙ্কুশ। যার মাঝে ‘এ’ লেখা। আর একটা হার্ট শেপের ডায়মন্ড স্টাডেড নেকলেস।’
উল্লেখ্য , হাস্যরসের মোড়কে প্রেমেন্দু বিকাশ চাকির পরিচালনায় পারিবারিক ছবি লাভ ম্যারেজে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ছবিতে রয়েছেন অপরাজিতা আঢ্য আর রঞ্জিত মল্লিকও। গল্প অনুযায়ী একে-অপরকে ভালোবাসে ছবির হিরো হিরোইন। কিন্তু নিজের পরিবারকে দেখা করতেই বেঁধে যায় গোলমাল। জানা যায়, ঐন্দ্রিলার মায়ের (অপরাজিতা আঢ্য) প্রাক্তন প্রেমিক অঙ্কুশের বাবা (রঞ্জিত মল্লিক)। লুকিয়ে লুকিয়ে দেখাও করতে থাকেন অপরাজিতা আর রঞ্জিত। এবার কোন জুটির বিয়ে হবে সেটাই দেখার। ১৪ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন মুক্তি পাচ্ছে এই ছবি।