৪৫ তম বইমেলায় বিশেষ আকর্ষণ মুখ্যমন্ত্রীর লেখা ইংরেজি ভার্সনে KHELA HOBE

ফেব্রুয়ারি ২৮, ২০২২ বিকাল ০৬:২০ IST
621cc14c3cb30_IMG-20220228-WA0064

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সোমবার যেখানে সকাল থেকেই গোটা রাজ্য জুড়ে বিজেপির বনধে উত্তাল একাধিক জেলা সেখানেই এদিন কলকাতার ঐতিহ্যবাহী বইমেলা উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারের বাংলাদেশের থিমে তৈরি করা ৪৫ তম বইমেলায় ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

বইমেলার শুভ উদ্বোধন করার পাশাপাশি প্রত্যেকটি বুক স্টল ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এরপরই সকলের উদ্দেশ্যে  সভা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলেন,'এবারের বইমেলার থিম বাংলাদেশ। তবে বাংলাদেশে আর এদেশের মধ্যে কোনরকম তফাৎ নেই'। 

এদেশের কিছু ঐতিহাসিক ঐতিহ্য বাংলাদেশের রয়েছে এবং বাংলাদেশের কিছু ঐতিহাসিক জিনিস আমাদের দেশে রয়েছে। বাংলাদেশের সঙ্গেই বাংলার সম্পর্ক চিরমধুর। এই বইমেলা আন্তর্জাতিক বইমেলা। বাংলা ভাষার জন্য আমরা গর্বিত। 

তারকাটা দিয়ে দুপারের বাংলা আলাদা করা থাকলেও দুই বাংলাই নতুন পথ দেখায়। আজকে নয় বহু আগে থেকেই বাংলা পথ দেখিয়ে আসছে। বাংলাই মিলিত হয় বিশ্ব বাংলায়। 

তাই দু'বাংলার মধ্যে কোনরকম পার্থক্য নেই আর আগামী দিনে কেউ পার্থক্য করতে পারবে না'।  

মুখ্যমন্ত্রী আরও বলেন,' বাংলার দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। এই বছর আন্তর্জাতিক বইমেলা উদযাপন হলো তবে আগামী বছর আন্তর্জাতিক সঙ্গীত মেলারও আয়োজন করা হয়েছে। কোভিড যুদ্ধ দেখলাম আমরা তবে আর যুদ্ধ নয় শান্ত হোক বিশ্ব। আমরা কোন রকমে যুদ্ধের পক্ষপাতিত্ব নয় এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। ভারত নেতৃত্ব দিয়ে যুদ্ধের সমাধান করুন কারণ শুধুমাত্র ভারত নয় প্রত্যেকটি দেশ যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে'।

বাংলার অন্যতম আন্তর্জাতিক বইমেলায় মমতার 'খেলা হবে' বইয়ের ইংরাজি অনুবাদ‌ সহ ১২টি বই প্রকাশ হয়। যাদের মধ্যে দে'জ পাবলিকেশনের ১১টি ও বি বুকস পাবলিকশনের ১টি। এই সকল বই ছাড়াও মুখ্যমন্ত্রীর আরও ১১৫ টি বই থাকছে মেলা প্রাঙ্গণে।

ভিডিয়ো

Kitchen accessories online