রাজ্যে এলো ফের ৫ লক্ষ করোনা ভ্যাকসিন

এপ্রিল ১৫, ২০২১ দুপুর ১২:০১ IST
6077333947f32_WhatsApp Image 2021-04-14 at 10.57.42 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে করোনার ভ্রুকুটি। এই পরিস্থিতিতে চাহিদা বৃদ্ধি পেয়েছে করোনা ভ্যাকসিনের। হঠাৎ চাহিদা বৃদ্ধি হওয়ায় ভ্যাকসিন মজুদে পড়েছিল টান। করোনা ভ্যাকসিনের চাহিদা মেটাতে পুনরায় কোভিশিল্ড কলকাতায় আসার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে স্বাস্থ্য দপ্তর।

বুধবার বিকেলে, এয়ার এশিয়ার বিমানে, পুনের সেরাম ইনস্টিটিউট থেকে প্রায় ২ লক্ষ কোভিশিল্ড দমদম এয়ারপোর্টে এসে পৌঁছেছে। আরও ৩ লক্ষ কোভ্যাকসিন ডোজ রাতের মধ্যেই এসে পৌঁছাবে কলকাতায়। বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন বেসরকারি টিকা প্রদানকারী কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া বন্ধ হয়ে যায়, যা আবার বৃহস্পতিবার থেকে সচল হবে বলে জানা গেছে। 

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা কয়েকদিন আগে কেন্দ্র সরকারের কাছে ভ্যাকসিনের আবেদন করে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের মতো ঘনবসতিপূর্ণ রাজ্যে দ্রুত ভ্যাকসিন না এলে করোনার উদ্বেগ প্রবল হয়ে উঠবে। প্রায় ৫ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ কলকাতায় আসার খবরে, প্রশাসনের চিন্তার ভাঁজ কমেছে। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বেশি সংখ্যক মানুষকে এই ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে, করোনা সংক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে।

ভিডিয়ো

Kitchen accessories online