নিজস্ব প্রতিনিধি , কলকাতা – নিয়োগ সংক্রান্ত মামলা শুনানির দিন পিছিয়ে যাচ্ছে বারবার। আজ, বুধবার ফের শুনানি স্থগিত করে দেওয়ার আর্জি জানিয়েছিল রাজ্য। আর তাতে অসন্তোষ প্রকাশ করেন মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আগামী ৫ই অক্টোবর থেকে পরপর হবে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদাভাবে। বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে হবে সেই মামলার শুনানি।
সূত্রের খবর , এসএসসি, প্রাইমারি সহ একাধিক মামলা রয়েছে পিটিশন দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। ২০১৪, ২০১৬, ২০১৭ সহ একাধিক আলাদা বিষয় নিয়ে দুর্নীতির মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। বুধবার এই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। শুনানি শুরু হওয়ার পরই এই মামলার স্থগিতাদেশের আর্জি জানায় রাজ্য। তবে এই নিয়ে তীব্র প্রতিবাদ করেন ‘বঞ্চিত’ চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তার দাবি , পরপর মামলা পিছিয়ে যাওয়ার ফলে ‘অযোগ্য’রা চাকরি করেই চলেছে। অথচ যোগ্যরা বঞ্চিত হচ্ছে।
এরপরই অক্টোবরের গোড়া থেকে রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার একসঙ্গে শুনানি করা হবে বলে নির্দেশ শীর্ষ আদালতের। ৫ অক্টোবর থেকে মামলাগুলির শুনানি করা হবে। এই সংক্রান্ত বিভিন্ন মামলায় কলকাতা হাই কোর্ট এখনও পর্যন্ত যা যা রায় দিয়েছেন, সেই সব রায়ের প্রতিলিপি দিনের ক্রমানুসারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, প্রতিটি মামলা শোনা হবে আলাদা আলাদাভাবে।বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে হবে সেই মামলার শুনানি।