অমৃতবাজার এক্সক্লুসিভ - নিজের ড্রেসিং সেন্সের সুন্দর প্রকাশ ঘটাতে চাইলে মেনে চলুন ৫ টি স্টাইলিং পদ্ধতি।ড্রেসিং সেন্সের সঙ্গে পার্সোনালিটি ম্যাচিং খেতে হয়।তাই ৫ টি পদ্ধতি মেনে নিজের ড্রেস পড়ুন।পুজোয় সবাইকে তাক লাগিয়ে দিন এই কায়দায়।আপনাকে লাবন্যময়ী সঙ্গে মোহময়ী লাগবে যদি মেনে চলেন এই পদ্ধতিগুলো।
১.আপনি যদি হেলদি হন তাহলে সেই মতো জামা কাপড় পরবেন।চেষ্টা করবেন স্লিভলেস টপ না পরার।যদি লম্বা হন তাহলে শাড়ি, জিন্স, স্কার্ট পরার।
২. আউট ফিট যতই ভালো হোক না কেন ! ফিটিং যদি না হয় জামা কাপড় তবে সেটি দেখতে মোটেও ভালো লাগবে না।
৩.সবারই প্রায় নিজের নিজস্ব পার্সোনালিটি থাকে। তাই আপনারা অব্যশই ট্রাই করবেন নিজদের পার্সোনালিটি অনুসারে জামা কাপড় পরার।অনেকেই সেলিব্রেটিদের অনুসরণ করে জামা কাপড় পড়ে থাকেন। তবে আপনারা চেষ্টা করবেন নিজের পার্সোনালিটি এবং নিজের স্টাইল অনুসারে জামা কাপড় পরার। এতে আপনি সবার থেকে ভিন্ন এবং অনন্য দেখতে লাগবেন।
৪.মেয়েদের কাছে যতই কাপড় থাকুক না কেন ! মেয়েরা সব সময় বলে তাদের কাছে কাপড়ই নেই। আপনারা উপরের টপের জন্য যদি এক রং পরেন তবে ট্রাই করবেন নীচে অন্য রং পরার। আপনি যদি উপরে ওভার সাইজ টিশার্ট পড়েন,তবে নীচে পরবেন ফিটিংস প্যান্ট।আপনি যদি নীচে লুস প্যান্ট পরেন তবে উপরে পরবেন ফিটিং গেঞ্জি টপ।
৫.এই গুলোর সঙ্গে আপনারা নেক চেইন,স্মার্ট ওয়াচ,হুপস ইয়ারিং, স্নিকার্স ইত্যাদি পরতে পারেন।