নিজস্ব প্রতিনিধি , কুয়ালালামপুর - ভয়াবহ ভূমিকম্পে সকালেই কেঁপে উঠলো মালয়েশিয়ার কুয়ালালামপুর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে সোমবার সকালে রিখটার স্কেলে ৬.১ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে এলাকা।
স্থানীয় সময় অনুযায়ী, সকাল ৮:৫৯ - এ হয়ে যাওয়া এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিমি। এই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল কুয়ালার লামপুর। - ০.৯৭অক্ষাংশ এবং ৯৮.৬৮ দ্রাঘিমাংশ বরাবর কম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে নটার দিকে সুমাত্রা দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে বেংকুলু, দক্ষিণ সুমাত্রা এবং ল্যাম্পুং প্রদেশের কাছাকাছি একটি ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উপকূল থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে সাগরের অভ্যন্তরে। সেখানেও কোনো ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।