৪ বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা ও মিছিল

এপ্রিল ০৩, ২০২১ বিকাল ০৭:৫১ IST
60685f9ecebf2_20210403_175531

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - শনিবার দুপুরে বালুরঘাটের প্রসিদ্ধ বুড়াকালী মন্দিরে পূজা দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ি। একই সঙ্গে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে গঙ্গারামপুর বিধানসভা, তপন বিধানসভা ও কুমারগঞ্জ বিধানসভার তিনজন বিজেপি প্রার্থী নিজের নিজের মনোনয়ন দাখিল করলেন। 

এদিন বালুরঘাট জেলা কার্যালয় থেকে মিছিল করে জেলা প্রশাসন ভবনে যান বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী, তপনের বুধরাই টুডু, কুমারগঞ্জের মানস সরকার ও গঙ্গারামপুরের সত্যেন্দ্রনাথ রায়। প্রার্থী অশোক লাহিড়ি সহ বাকি তিন বিজেপি প্রার্থীর মনোনয়নে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও জেলা বিজেপির সভাপতি বিনয় কুমার বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। 

মনোনয়নপত্র জমার পর বালুরঘাট হিলি মোড় থেকে রেকর্ড সংখ্যক কর্মী সমর্থক নিয়ে শহর জুড়ে মিছিল করেন। জেলা নেতৃত্বের পাশাপাশি মিছিলে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও। 


 

ভিডিয়ো

Kitchen accessories online