নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - পর পর তিনবার সিবিআই নির্দেশ দেওয়ার পর এবার জেল হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল সিবিআই আদালত।শুক্রবার সমস্ত তথ্য প্রমাণ বিচার করে অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আগামী ৮ ই জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
গত ১০ ই জুন বীরভূমের অনুব্রত মন্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে সিবিআই গ্রেফতার করেন।এরপর আসানসোল সিবিআই আদালতে পেশ করার পর আদালত প্রথমে সাতদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। তারপর আবার দ্বিতীয় বার পেশ করার পর পুনরায় সাতদিন এবং তারপর আবার সাতদিনের সিবিআই হেফাজতের পর শুক্রবার আবার সায়গল হোসেনকে সিবিআই আদালতে পেশ করা হয়। এরপর আদালতের বিচারক সব তথ্য প্রমাণ বিচার করে সায়গল হোসেনকে আগামী ৮ ই জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে জেল হেফাজত থাকার সময় জেল সুপার ও স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে জেরা করতে হবে।
এ প্রসঙ্গে সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানিয়েছেন, 'একজন সরকারি কর্মচারীকে বিনা নোটিশে গ্রেফতার করার কারণে সায়গলের বিরুদ্ধে চার্জশিট পেশ করার সময় ১৭ এ আইন নিয়ে আবার মামলা করা হবে।
এছাড়া সায়গল হোসেনের ১০০ কোটি টাকার সম্পত্তির হিসাব সিবিআই দিতে পারেনি। তবে সিবিআই তার কেস ডায়েরিতে যে সম্পত্তির তথ্য দিয়েছেন তার মধ্যে কয়েকটা সম্পত্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে করা হয়েছে।এদিকে এনামুল হক বা অন্য কারোর সঙ্গে সাইগলের সম্পর্কের সঠীক তথ্য দিতে পারেনি সিবিআই '।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত