নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - মহারাষ্ট্রের থানেতে একটি হৃদয় বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে। ৩০ জনের বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ, অপহরণ এবং পকসো আইনে মানপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত ২৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, নির্যাতিতাকে ৮ মাস আগে তার নাবালক প্রেমিক ধর্ষণ করে। এই সময় অভিযুক্ত, ধর্ষণের একটি ভিডিও তৈরি করে। এই ভিডিওর ভিত্তিতে অন্যান্য অভিযুক্তরা নির্যাতিতাকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে এবং অন্যান্য অভিযুক্তদের খোঁজ চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি ডোম্বিভালির ভোপার এলাকার। নাবালিকাকে বিভিন্ন সময়ে এবং বিভিন্ন স্থানে ৩০ জন গণধর্ষণ করেছে। মেয়েটি ২০২১ সালের জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছিল। অবশেষে বিরক্ত হয়ে নির্যাতিতা, গত রাতে মানপাড়া থানায় অভিযোগ দায়ের করে।
এই ঘটনায় ডোম্বিভালি, বদলাপুর, রাবালে এবং মুরবাদ থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অভিযুক্তদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত। আইপিসির ধারা ৩৭৬ (ধর্ষণ), ৩৭৬ (এন), ৩৭৬ (৩), ৩৭৬ (ডি) (এ) এবং তাদের বিরুদ্ধে POCSO আইনের ধারা আরোপ করা হয়েছে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।