৮৩ তম বর্ষে পদার্পণ করল গড়িয়া মিতালি সংঘ (নবদুর্গা)

অক্টোবর ১৫, ২০২৩ দুপুর ১১:০৬ IST
652b7a03bca48_IMG-20231014-WA0002

গড়িয়া মিতালি সংঘ (নবদুর্গা)
অরিন্দম দাস, নরেন্দ্রপুর
গড়িয়া মিতালী সংঘ যা গড়িয়ার নব দুর্গা নামে পরিচিত। এই পুজো এবার ৮৩ তম বর্ষে পদার্পণ করল। এখানে পুজো হয় সাবেকি মতে। কোন থিম কে এই ক্লাব আঁকড়ে পড়ে থাকে না। ১৯৬৯ সাল থেকে এই  পুজোটি মায়ের ৯টি রূপে পূজিত হয়ে আসছে যা নবদুর্গা নামে পরিচিত। কথা প্রসঙ্গে পুজোর অন্যতম কর্তা সুমিত মুখার্জি বললেন মায়ের ১০৮ টি রূপ, তার মধ্যে প্রতিবছর আমরা মায়ের ৯টি রূপকে তুলে ধরি। প্যান্ডেল টি তৈরি হচ্ছে দক্ষিণ ভারতের একটি মন্দির কে অনুকরণ করে।

প্রতিমা শিল্পী – তপন ভট্টাচার্য। 
আলোকসজ্জা – মেট্রো লাইট এন্ড সাউন্ড
মন্ডপ – নিউ রাজলক্ষ্মী ডেকোরেটার 
সম্পাদক – শ্রী অরবিন্দ পান এবং অন্যান্য
স্থান – গড়িয়া শীতলা মন্দির।


গত বছর অমৃতবাজার পরিচালিত পুজো পরিক্রমার প্রথম ১০টি পূজোর মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছিলেন এই ক্লাবটি। এই পুজো মণ্ডপে বেলুড় মঠের আদলে হয় কুমারী পূজো। হয় বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই পূজোতে।

ভিডিয়ো

Kitchen accessories online