নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার - স্বেচ্ছাসেবী প্রকল্পের নাম করে ৯ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে। প্রতারণার করার আলিপুরদুয়ার থানার পুলিশ গ্রেফতার করল অভিযুক্ত ব্যাক্তকে। ধৃতের নাম রুপক মোহন্ত। আলিপুরদুয়ারের অবসর প্রাপ্ত শিক্ষিকা শীলা সাহা বিশ্বাসের কাছ থেকে ৯ লক্ষ টাকা প্রতারণা করে রুপক মোহন্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষিকার বাড়িতে আড়াই বছর আগে মা স্ত্রীকে নিয়ে ভাড়া ছিলেন প্রতারক। শিক্ষিকার ছেলে কর্মসূত্রে ভিনরাজ্যে থাকাতো। এরপর স্বেচ্ছাসেবী সংগঠনে বড় প্রোজেক্টে টাকা প্রয়োজন বলে শিক্ষিকার কাছ থেকে তিনটি ধাপে মোট ৯ লক্ষ টাকা নেয় ধৃত ব্যক্তি। পরে টাকাটা ফেরত দিয়ে দেওয়ার কথাও দেয়।
তারপর হঠাৎ একদিন কিছু না বলে বাড়ি ছেড়ে দেয় প্রতারক। শিক্ষিকার ছেলে বাড়ি ফিরে এসে বুঝতে পারেন মা প্রতারিত হয়েছেন। এ নিয়ে তিনি আলিপুরদুয়ার থানায় ওই প্রতারকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ আজ ওই প্রতারক কে গ্রেফতার করেছে।
জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছেন ধৃত প্রতারক স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালে চাকরীর টোপ দিয়ে আগে বহু বেকার যুবক দের কাছ থেকে টাকা নিয়েছেন। এমন কি ভুয়ো নিয়োগপত্র দিয়ে টাকা আদায় করছিল বেকার যুবকদের কাছ থেকে। আজ আদালতে বিচারক ধৃতকে ৭ দিন পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষিকার ছেলে জানিয়েছেন, 'প্রায় আড়াই বছর আগে অভিযুক্ত ব্যক্তি আমাদের বাড়িতে তার মা এবং স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতে আসেন। তারপর আস্তে আস্তে আমার মায়ের বিশ্বাস অর্জন করে। এবং স্বেচ্ছাসেবী সংস্থার একটি প্রজেক্টের কাজের নাম করে প্রায় ৯ লক্ষ টাকা তিন দফায় হাতিয়ে নেয়'।
ট্রাক থেকে বাজেয়াপ্ত কয়েক হাজার ফেন্সিডিলের বোতল
রথযাত্রার শুভদিনে শোরুম উদ্বোধন
কোনো ব্যাবসায়ী প্লাস্টিক ব্যাবহার করলেই জরিমানা
নীলকন্ঠ চট্টোপাধ্যায় পরিবারে প্রতি বছর রীতি মেনে রথের দিন দেবীপ্রতিমার কাঠামোতে প্রথম মাটি লাগানো হয়
গত দু'বছর পর রথে উপচে পরা ভীড়
পলাতক গুদামের মালিক
কোচবিহার মদনমোহন মন্দিরে শুরু জাকজমকপূর্ন ভাবে পালিত রথযাত্রা
প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী স্মরণে ১লা জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করা হয়
বেলঘড়িয়া রথতলার রথযাত্রায় সমাগম হাজার হাজার মানুষের
কোথা থেকে এলো এত উট , চিন্তার ভাঁজ পুলিশের কপালে
মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু কিশোরের
আসানসোলে ইসকনের রথ উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা
বলদেবের চাকা লাগানো রথ'ই বছরে ইসকনের বিশেষ আকর্ষণ
রিক্সা চালকের রহস্যজনক মৃত্যু , খুনের দাবি পরিবারের
ফের ঊর্ধ্বমুখী রুপোর দাম