এসএসকেএম-এ পৌঁছালেন বিজেপি নেতা তথাগত রায় ও শমীক ভট্টাচার্য

মার্চ ১২, ২০২১ দুপুর ১২:৩৯ IST
604b1377004c8_00

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রীর চোট লাগার খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে দেখতে যান বিজেপি নেতা তথাগত রায় ও শমীক ভট্টাচার্য। যদিও নেত্রীর সাথে দেখা করার অনুমতি দেননি চিকিৎসকরা।

তথাগত রায় ও শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে  গো ব্যাক স্লোগান দেয় হাসপাতাল চত্বরে উপস্থিত মুখ্যমন্ত্রীর অনুগামীরা। তথাগত রায় জানান, মানবিকতার খাতিরেই আহত মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছেন তারা, তবে তাদেরকে ঘিরে বিক্ষোভ অনভিপ্রেত। শমীক ভট্টাচার্য জানিয়েছেন, হাসপাতাল চত্বরে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করতে গিয়ে তৃণমূল সমর্থকদের আক্রমণাত্মক আচরণ কাম্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে, নন্দীগ্রামে ঘটে যাওয়া ঘটনার পুর্ন তদন্ত হবে বলে জানান শমীক।

ভিডিয়ো

Kitchen accessories online