নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - ব্যবসার কাজে আসানসোল যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। মৃত ব্যবসায়ীর নাম দুলাল সিং সর্দার (৪৫)। তার বাড়ি পুরুলিয়ার বরাবাজারে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরদিকে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের রঘুনাথপুর থানার অন্তর্গত শাঁখা রেলগেটের অদূরে।
সূত্রের খবরে জানা যায়, একটি চারচাকা গাড়িতে করে বৃহস্পতিবার ভোরবেলা আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছিল দুলাল সিং সর্দার। ঐ গাড়িতে দুলাল ছাড়াও অপর একজন আরোহী ও গাড়ির চালক ছিল। পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রঘুনাথপুর থানার শাঁখা রেলগেটের অদূরে রাস্তার পাশে খারাপ হয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরে এসে ধাক্কা মারে। বিকট শব্দে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
গাড়িতে থাকা চালক ও অপর এক আরোহী অক্ষত থাকলেও গাড়ির মালিক তথা ব্যবসায়ী দুলাল সিং সর্দারের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির ভিতর আটকে পড়ে শরীর থেঁতলে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। ক্রেন দিয়ে টেনে বার করা হয় লরির ভিতরে ঢুকে যাওয়া গাড়িটিকে। বেশ কিছুক্ষণ সময় ধরে উদ্ধারকার্য চালানোর পর কোনো ভাবে দুলাল সিং সর্দারের থেঁতলে যাওয়া দেহটি উদ্ধার করে পুলিশ।
রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ায় হলে ঐ হাসপাতালের ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মৃত দেহটি পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে।
এই ভেষজ উদ্ভিদের ঘরোয়া টোটকায় বিভিন্ন রোগের নিরাময় হবে
দেখুন কেন বিখ্যাত আজকের দিনটি
২০১৪ সাল থেকে হাতে খড়ি , আগে কাকুর ডাকনাম হচ্ছে সান্টু , সুজয়কৃষ্ণকে নিয়ে দাবি শুভেন্দুর
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
দু-পক্ষের সওয়াল জবাবের পর জামিনের আর্জি খারিজ করে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি হেফাজতের নির্দেশ আদালতের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
আম্বানি পরিবারের ঘর আলো করে এলো এক কন্যা
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়ার সরকার
গান্ধী পরিবারের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন খলিস্তানিরা
ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি নির্যাতিতার কাকার
সান ফ্রান্সিসকোয় মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল
ইতিমধ্যেই মূল দফতর থেকে জেলার দফতরগুলিকে ডেটাবেস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বালুরঘাট থানার এসআই সুকুমার রায়