নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - ব্যবসার কাজে আসানসোল যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যবসায়ীর। মৃত ব্যবসায়ীর নাম দুলাল সিং সর্দার (৪৫)। তার বাড়ি পুরুলিয়ার বরাবাজারে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরদিকে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের রঘুনাথপুর থানার অন্তর্গত শাঁখা রেলগেটের অদূরে।
সূত্রের খবরে জানা যায়, একটি চারচাকা গাড়িতে করে বৃহস্পতিবার ভোরবেলা আসানসোলের উদ্দেশ্যে যাচ্ছিল দুলাল সিং সর্দার। ঐ গাড়িতে দুলাল ছাড়াও অপর একজন আরোহী ও গাড়ির চালক ছিল। পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রঘুনাথপুর থানার শাঁখা রেলগেটের অদূরে রাস্তার পাশে খারাপ হয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিকে সজোরে এসে ধাক্কা মারে। বিকট শব্দে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
গাড়িতে থাকা চালক ও অপর এক আরোহী অক্ষত থাকলেও গাড়ির মালিক তথা ব্যবসায়ী দুলাল সিং সর্দারের দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির ভিতর আটকে পড়ে শরীর থেঁতলে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। ক্রেন দিয়ে টেনে বার করা হয় লরির ভিতরে ঢুকে যাওয়া গাড়িটিকে। বেশ কিছুক্ষণ সময় ধরে উদ্ধারকার্য চালানোর পর কোনো ভাবে দুলাল সিং সর্দারের থেঁতলে যাওয়া দেহটি উদ্ধার করে পুলিশ।
রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ায় হলে ঐ হাসপাতালের ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মৃত দেহটি পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে।