টায়ার কারখানায় বিধ্বংসী আগুন

এপ্রিল ১১, ২০২১ রাত ০৮:২৬ IST
60730049910bf_WhatsApp Image 2021-04-11 at 7.25.29 PM

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা - ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত টায়ার কারখানা। ফলতার টায়ার কারখানায় বিধ্বংসী আগুন লাগায় ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন পৌঁছায়। খবর দেওয়া হয় রামনগর থানার পুলিশকে।

সূত্রের খবর, ফলতা স্পেশাল ইকোনমিক জোনের ভেতরের  টায়ার কারখানায় হঠাৎ আগুন লেগে যাওয়ায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বিভাগের কর্মীদের পাঁচ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কারখানার ভিতরে দাহ্য পদার্থের আধিক্যের ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

ভিডিয়ো

Kitchen accessories online