দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল এক গৃহবধূর

এপ্রিল ০৯, ২০২১ দুপুর ০৩:২৯ IST
607021ce28be2_WhatsApp Image 2021-04-09 at 14.59.43

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - প্রবল ঝড়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল  ৫৫ বছরের মিলথা সরেন  নামে এক গৃহবধূর। 

সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়ে কুমারগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকার বাড়ির ছাদ উড়ে যায়। কুমারগঞ্জ ব্লকে প্রায় ৬০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। অধিকাংশ বাড়িতে মাটির দেওয়াল হওয়ায়, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ওই গৃহবধুর। পাশাপাশি প্রচুর সংখ্যক মানুষ স্থানীয়  গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী মানস সরকার। এলাকা পরিদর্শন করার পাশাপাশি, রাস্তায়  ঝড়ের দাপটে পড়ে থাকা গাছ কেটে জনজীবন স্বাভাবিক করার নির্দেশ দেন তিনি। এই ঘটনার পরেই কুমারগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায়  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানা গেছে।

ভিডিয়ো

Kitchen accessories online