নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - সোমবার সন্ধ্যায় তীব্র ভূমিকম্পে কেপে উঠল অসম সহ সমগ্র উত্তরবঙ্গ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১।এদিনের কম্পনের এপিসেন্টার ছিল গ্যাংটক থেকে ৩৮ কিমি দূরে। আজকের এই ভূমিকম্পে শিলিগুড়ি-জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গে কম্পন অনুভুত হয়।
ভুমিকম্পের ফলে আতঙ্কগ্রস্ত হয়ে সাধারণ মানুষ উলুধ্বনি ও শঙ্খধ্বনি দিয়ে রাস্তায় বেড়িয়ে আসেন। কচিকাঁচারা ভয় পেয়ে বয়স্কদের জড়িয়ে ধরে। যদিও বিশেষ ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি আজকের এই কম্পনের পর।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।