নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - ফের প্রকাশ্যে এলো তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র।এবার তৃনমূল কংগ্রেসের কার্যালয় দখল নিয়ে তীব্র গোষ্ঠীকোন্দল।ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেবীনগর দেবপুরী সংলগ্ন পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে।ঘটনায় এদিন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরেছে এলাকায়।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী অনুগামী বলে পরিচিত রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারী সদলবলে বিজেপিতে যোগদান করেন। কিন্তু এলাকার তৃনমূল কংগ্রেস নেতা কর্মীরা চ্যালেঞ্জ নিয়ে বিধানসভা ভোটে ওই ২৫ নম্বর ওয়ার্ডেই মা মাটি মানুষের দল তৃনমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছিল। এরপর রাজ্যে তৃনমূলের সরকার হতেই অসীম অধিকারী আবারও তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। কিন্তু এলাকার তৃনমূল কংগ্রেস কর্মীরা অসীম অধিকারীকে তাদের নেতা হিসেবে মানতে নারাজ।
সোমবার রাতে ২৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয়ে প্রতিদিনের মতো দলীয় নেতৃত্ব ও কর্মীরা এস বসেছিলেন। আচমকা একদল মহিলা ও পুরুষ সেখানে এসে তাদের কার্যালয় ছেড়ে চলে যেতে বলে। যদিও তাঁরাও এলাকার তৃনমূল কংগ্রেস কর্মী। অভিযোগ, ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারী এই কার্যলয় দখল করার জন্যই মহিলাদের দিয়ে এখানে দূর্গাপুজো করার নামে তৃনমূল কংগ্রেস কার্যালয়টি দখল করার চেষ্টা করছে।
স্থানীয় তৃনমূল নেতা নিমাই সিংহ রায় জানিয়েছেন, 'আমরা এদিন কয়েকজন মিলে পার্টি অফিসে বসে আগামী দিনের নির্বাচনের কাজ করছিলাম। সে সময় কয়েকজন মহিলা এসে পার্টি অফিসের মধ্যে ঢুকে বলে আপনারা এখান থেকে চলে যান এখানে আপনাদের বাসা যাবেনা। তারপর এই নিয়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়।'
এদিকে ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারীর অনুগামী তৃনমূল কর্মী মৌমিতা দে নামে এক মহিলা পাল্টা অভিযোগ করে জানিয়েছেন,' এই এলাকায় দুর্গাপুজো করার জন্য আমরা এখানে আসলে আমাদের লোকেদের ব্যাপক মারধর করে কার্যালয়ে বসে থাকা লোকেরা।তবে এরা সকলেই বাইরের লোক।'
যদিও এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বলে অস্বীকার করেন ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারী।তিনি জানিয়েছেন,'বিবাদমান দুপক্ষই তৃনমূল কংগ্রসের কর্মী।ওখানে একটা দুর্গাপুজো করা নিয়ে সমস্যা হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে।পাশাপাশি আমিও বিষয়টির ওপর নজর রাখছি।তবে এখনই এই নিয়ে কোনো মন্তব্য করবো না।'
পুরনো দিয়ে ঘর সাজান নতুন করে
এই ভেষজ উদ্ভিদের ঘরোয়া টোটকায় বিভিন্ন রোগের নিরাময় হবে
দেখুন কেন বিখ্যাত আজকের দিনটি
২০১৪ সাল থেকে হাতে খড়ি , আগে কাকুর ডাকনাম হচ্ছে সান্টু , সুজয়কৃষ্ণকে নিয়ে দাবি শুভেন্দুর
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
দু-পক্ষের সওয়াল জবাবের পর জামিনের আর্জি খারিজ করে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি হেফাজতের নির্দেশ আদালতের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
আম্বানি পরিবারের ঘর আলো করে এলো এক কন্যা
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়ার সরকার
গান্ধী পরিবারের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন খলিস্তানিরা
ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি নির্যাতিতার কাকার
সান ফ্রান্সিসকোয় মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল
ইতিমধ্যেই মূল দফতর থেকে জেলার দফতরগুলিকে ডেটাবেস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে