নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - যাদবপুরে ছাত্রের মৃত্যুর পর প্রশাসনের তরফ থেকে প্রত্যেক স্কুল থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রতিটি জায়গায় র্যাগিংয়ের বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন। কিন্তু আবারো সেই একই ঘটনা সামনে এসেছে। মেসে সিনিয়রদের হতে মার খেতে হলো দুই পড়ুয়াকে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের পলিটেকনিক কলেজে।
সূত্রের খবর , কোচবিহারের পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় কলেজের বেশ কিছু পড়ুয়া মেস বাড়িতে ভাড়া থাকত। এরপর মেসে অবৈধ কাজের প্রতিবাদ করায় সিনিয়রদের হাতেই মার খেতে হয় জুনিয়ারদের। এমনি মারধর করে ওই দুই পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। সঙ্গে সঙ্গেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুই পড়ুয়ার একজন কোচবিহার মেডিকেল কলেজে এবং অন্যজন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পাবার পর একজনকে আটক করেছে পুলিশ।