নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুজোর বাকি মাত্র হতে গোনা কিছুদিন। গত এক সপ্তাহ টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জায়গাই। এখনও অনেক জায়গায় জমা জল কমেনি। এরইমধ্যে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত মেঘলা আকাশ ও বৃষ্টির থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। অন্যদিকে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। আজ থেকেই উত্তর আন্দামান সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছেন।
শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ভ্যাপসা গরম থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় অস্বস্তি হবে। তবে শুক্রবার থেকে আবহাওয়া কিছুটা বদল হবে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আরও বৃষ্টি বাড়বে। মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলা দুটি ভাসতে পারে ভারী বৃষ্টিতে।
অন্যদিকে , শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে আবহাওয়া বদলাতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারের হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।