ভুয়ো সিভিক ভলান্টিয়ারের নামে খোদ সরকারের ৫০ লক্ষ টাকা আত্মসাৎ , লাপাতা অভিযুক্ত কনস্টেবল

অক্টোবর ০১, ২০২৩ বিকাল ০৭:১৬ IST
65194cb11335d_InShot_20231001_160914233

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - চাকরি দেওয়ার নামে ফের প্রতারণা। আলিপুরদুয়ার , জলপাইগুড়ির পর এবার কোচবিহার। গত কাল জলপাইগুড়ির এক হোমগার্ডের বিরুদ্ধে পুলিশের চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। এই ঘটনার পরই ভুয়ো সিভিক ভলান্টিয়ারের নাম দেখিয়ে বিপুল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক কনস্টেবল বিরুদ্ধে।

সূত্রের খবর , অভিযুক্ত কনস্টেবলের নাম আশরাফুল আলম। ওই কনস্টেবল কোচবিহার পুলিশ সুপারের অফিসে কর্মরত ছিলেন। ওই কনস্টেবল সিভিক ভলান্টিয়ারের নাম দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছে। সিভিক ভলান্টিয়ারের নামে ভুয়ো বিল বানিয়ে সরকারের টাকা আত্মসাৎ করেন এই কনস্টেবল। প্রায় ৫০ লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছেন।

ঘটনার জানাজানি হওয়ার পরেই তাকে সাসপেন্ড করে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই কনস্টেবল গা ঢাকা দিয়েছে। তদন্ত করতে গিয়ে অভিযুক্ত কনস্টেবলের স্ত্রীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকার হদিশ পায় পুলিশ। গৃহবধূ হওয়ায় তার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে আসল তা খতিয়ে দেখার জন্য শনিবার গ্রেফতার করা হয় অভিযুক্তের স্ত্রী বিনতি বেগমকে। পাশপাশি কনস্টেবলের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

ভিডিয়ো

Kitchen accessories online