নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ফের উত্তপ্ত নন্দীগ্রাম। এবার তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের বুধ সভাপতি বুদ্ধদেব মুনিয়ান বাড়ীতে এদিন রাতের অন্ধকারে বোমাবাজি হয়।এমনকি বাড়ীতে থাকা বাইক ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী। বোমার আঘাতে গুরুতর জখম হয় তৃণমূলের বুধ সভাপতি বুদ্ধদেব মুনিয়ান। স্থানীয়রা ছুঁটে সেখান থেকে সম্প্রদায় দুষ্কৃতিকারীরা। রক্তাক্ত জখম ওই তৃণমূলের বুধ সভাপতিকে উদ্ধার করে প্রথমে মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিত্সক। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন রয়েছে ওই তৃণমূলের বুধ সভাপতি। তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি ঘটনায় আঙুল উঠেছে বিজেপির দিকে।যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি।
এদিন আহত তৃনমূল কর্মী জানিয়েছেন,'যারা হামলা চালিয়েছে, তাদের মধ্যে দু'জনকে আমি চিনতে পেরেছি। ওরা বিজেপি করে। আমাকে, আমার পরিবারকে গালি দিয়েছে আমি তৃণমূল করি বলে। ওরা শাসানি দিয়ে গিয়েছে, যদি আমি তৃণমূল না ছাড়ি তা হলে আবারও আমায় 'শিক্ষা' দিয়ে যাবে। পরিবারের নিরাপত্তার কথা ভেবে আমি ভীত। ইতিমধ্যে পুলিশকে সব জানিয়েছি।'
নন্দীগ্রাম ১ ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন,'তৃণমূল কংগ্রেসের বুধ সভাপতি বুদ্ধদেব মুনিয়ান বাড়িতে হামলা চালায়। অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। বোমের আঘাতে গুরুতর জখম হন তৃণমূল সভাপতি। তৃণমূলে বুধ সভাপতি ও তার স্ত্রী কানে শুনতে পাচ্ছেন না। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন'।
এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে বিজেপি। নন্দীগ্রামে দক্ষিণ মন্ডলের বিজেপি সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি জানিয়েছেন, 'এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। নন্দীগ্রামে নতুন করে আদি ও নব্য মধ্যে লড়াই শুরু হয়েছে। বুদ্ধদেব মুনিয়ান এখন বিজেপি কার্যকর্তাদের নাম দিচ্ছে। বুদ্ধদেব মুনিয়ান এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত। বিজেপি কার্যকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্যই নিজেরা বোমাবাজি ও বাইক ভাঙচুর চালিয়েছে। এসব করে কোন লাভ হবে না। পঞ্চায়েত নির্বাচনে সবকটি আসনে বিজেপি জিতবে।'
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের