নিজস্ব প্রতিনিধি , হুগলী - আবাস যোজনার বাড়ি না পেয়ে আশাকর্মীর বাড়িতে চড়াও গ্রামবাসী। আতঙ্ক ও অবসাদে আত্মহত্যার চেষ্টা আশাকর্মীর। ঘটনাটি ঘটেছে বলাগড়ের বাকুলিয়া ধোবাপাড়ার। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পরেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , পরিবারে বৃদ্ধ বাবার সঙ্গে থাকেন ওই মহিলা । ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে । গত মঙ্গলবার বিকেলে তার বাড়িতে চড়াও হয় গ্রামের বেশকিছু মানুষ। তাদের দাবি, আবাস প্লাসের তালিকা থেকে তাদের নাম বাদ গিয়েছে। পঞ্চায়েত প্রধানকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে প্রধান আশা কর্মীর দিকে আঙুল তুলে দায় সারেন। এতেই কিছু মানুষ উত্তেজিত হয়ে পরে। পরে আশাকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
কিন্তু এদিন ফের তার বাড়িতে চড়াও হয় গ্রামবাসী। এতেই আতঙ্কিত হয়ে পরেন তিনি ।এরপরই বৃহস্পতিবার সকালে বাড়িতে থাকা একাধিক ওষুধ খেয়ে নেন । তাতেই অসুস্থ হয়ে পরেন। তবে এবিষয়ে প্রধান মধুমিতা সমাদ্দার কোনো মন্তব্য না করলেও উপ-প্রধান বিষয়টি অস্বীকার করেছেন ।
এদিন ওই আশাকর্মী জানিয়েছেন,'কারো নাম তালিকায় রাখা বা বাদ দেওয়ার ক্ষমতা তার নেই। আশাকর্মীরা শুধু সমীক্ষা করতে পারে। আমি আগেই বলেছিলাম এসব করা আমার সম্ভব নয় । বাড়িতে চড়াও হয়ে কিছুজন হুমকি দিয়ে যায়।'
বাকুলিয়া ধোবা পাড়া পঞ্চায়েতের উপ-প্রধান নিমাই চন্দ্র সাঁধুখা জানিয়েছেন,'আমি বা আমার প্রধান কখনওই কাউকে বলিনি আশা কর্মীর বাড়িতে যাও। মুখ্য সচিবের নির্দেশে আবাস প্লাসের সমীক্ষা করছেন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সিভিক পুলিশ কর্মীরা। তিনটে ধাপে এই সমীক্ষা হয়েছে। তালিকার সংশোধন যা কিছু বিডিও অফিস থেকে সরকারি ভাবে হচ্ছে। এখন কেউ যদি রটিয়ে দেয় তাহলে তো কিছু বলার নেই।'
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের
বহুবার কবরস্থানের স্থায়ী কর্মী নিয়োগ সহ সংস্করণের দাবি জানিয়েও মিলছে না ফল , অভিযোগ স্থানীয়দের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম অপরিবর্তিত
রবিবার দশম রমজান