নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আবাস যোজনার নামের তালিকা থেকে একলপ্তে বাদ পরেছে ৬ হাজার নাম। আর তাতেই দুর্নীতির গন্ধ পাচ্ছে কেন্দ্র। বিষয়টি খতিয়ে দেখতে তড়িঘড়ি দিল্লি থেকে দল পাঠিয়েছে তারা। শনিবার রাজধানী থেকে নেমেই প্রতিনিধি দলের দুই সদস্য সটান হাজির হন শিলিগুড়ি মহকুমা পরিষদের অফিসে।তাদের ভূমিকা দেখে তৃণমূলের অভিযোগ, বাংলার মানুষকে উত্যক্ত করতেই এসব করছে কেন্দ্রে।
আবাস যোজনায় দার্জিলিং জেলায় ২৯ হাজার ৫০০ জনের নামের তালিকা জমা পরেছিল। পরে তা স্ক্রুটিনি করতেই একধাক্কায় ৬ হাজার নাম বাদ পরে। আর এ দেখেই সন্দেহ বাড়ে কেন্দ্র সরকারের। শুধু দার্জিলিং নয়, রাজ্যের ৫ জেলার আবাস তালিকায় গরমিলের খবর মিলেছে। ৫ জেলায় তদন্তকারী দল পাঠিয়েছে কেন্দ্র। ইতিমধ্যে গ্রামোন্নয়ন মন্ত্রকের দুই প্রতিনিধি শিলিগুড়ি পৌঁছে বৈঠকে বসেছেন। জানার চেষ্টা করছেন, কেন একধাক্কায় এত নাম বাদ পরল?
এদিকে কেন্দ্রের অতিসক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, 'বাংলায় ভাল কাজ হচ্ছে। তারপরেও কেন্দ্র টাকা দিচ্ছে না। আর্থিক বছরের শেষ দিকে টাকা পাঠাবে, নতুন নতুন শর্ত জুড়ে দেবে, প্রশাসনিক জটিলতা তৈরি করবে। তারপর বলবে টাকা খরচ হচ্ছে না! আসলে বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। তাই বাংলার মানুষকে উত্যক্ত করতে এসব করছে।'
তৃণমূলকে পালটা দিয়েছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।তিনি জানিয়েছেন,'বাংলার আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। মানুষ এগিয়ে এসে অভিযোগ করছে। তৃণমূল বিপাকে পড়ছে। মানুষেক অভিযোগ দেখেই কেন্দ্র দল পাঠাচ্ছে।' সবমিলিয়ে কেন্দ্রীয় দলের রাজ্য সফর ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি।
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ
দু বেলা অন্ন জোগাড় করতে গিয়ে নাজেহাল অবস্থা পাকিস্তানের সাধারণ মানুষের