নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর(কেশপুর)- পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভার সংযুক্ত মোর্চার সিপি(আই)এম প্রার্থী রামেশ্বর দলুইয়ের সমর্থনে সিপি(আই)এমের পক্ষ থেকে কেশপুর বাসস্ট্যান্ডে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। প্রার্থীর সমর্থনে সেই সভায় নিজের বক্তব্য পেশ করতে উপস্থিত হন আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকী। এছাড়াও সেই সভায় উপস্থিত ছিলেন সিপি(আই)এম নেতা মহম্মদ সেলিম, তরুণ রায় ও প্রার্থীসহ অন্যান্য জেলা সিপি(আই)এম নেতৃত্ব।
সভার শুরু থেকে শাসকদলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানালেন সিদ্দিকী। বেকারদের চাকরী, ইমামভাতা, সাম্প্রদায়িক সংঘাত সহ একাধিক বিষয়ে তৃণমূলকে নিশানা বানালেন তিনি। সেইসঙ্গে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে তাঁর তোপ, যে সাম্প্রদায়িকতার বীজ বিজেপি বুনেছে তাতে বহু মায়ের কোল খালি হয়ে গেছে। তাঁর দাবী, “ভাতা নয় চাকরী চাই”। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে মন্তব্য তাঁর, “চাকরী পেলে একটা বি এ পাস, মাস্টার ডিগ্রী পাস ছেলে বহু টাকা উপার্জন করতে পারবে। আর তাছাড়া তুমি তো দিচ্ছ আমার বাবার টাকা, মানে আমাদের পাওনা টাকা”। মমতা বন্দ্যোপাধ্যায়ের “যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়” প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, “তবে কি মুসলমানরা গরু ”। এইভাবে সভা থেকে একের পর এক আক্রমণ চালালেন আব্বাস সিদ্দিকী, কখনও দাবী নিয়ে তো কখনও নাগরিকত্ব আইন প্রসঙ্গে।