নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর - বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম রাজনৈতিক মহল। নির্বাচনী প্রচারেও জোরকদমে নেমেছেন নির্বাচনী প্রার্থী থেকে শুরু করে দলীয় নেতা মন্ত্রী সকলেই।
সোমবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে জনসভায় যোগদান করেন আব্বাস সিদ্দিকী। ISF প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী সংযুক্ত মোর্চার প্রার্থী, রামেশ্বর দলুইয়ের সমর্থনে ভোট প্রচার করেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভেবেচিন্তে ভোট দেবেন।