"ঘরের লক্ষ্মী না পরিযায়ী পক্ষী, কাকে বেছে নেবেন সিদ্ধান্ত আপনাদের", মন্তব্য অভিষেকের

এপ্রিল ১৩, ২০২১ বিকাল ০৫:২২ IST
607584984233a_WhatsApp Image 2021-04-13 at 17.15.36

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান – মঙ্গলবার কালনা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবপ্রসাদ বাগের সমর্থনে জনসভা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

সভায় উপস্থিত ছিলেন মদন পোদ্দার, সুনীল চৌধুরী, সুভাষ ঘোষ, পূর্নিমা সামন্ত, আরতি হালদার, পলাশ মন্ডল, অনন্যা মুখোপাধ্যায় সহ আরও অনেক ব্যক্তিবর্গ।

বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, “এত কিসের ভয় আপনাদের? যাদের পা বাংলার মাটিতে পড়ত না তারা এখন ডেলি প্যাসেঞ্জারি করছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাত থেকে।“      

     

ভিডিয়ো