নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া – বৃহস্পতিবার পুরুলিয়ায় বাঘমুন্ডিতে জনসভা করেন অভিষেক ব্যানার্জি এই জনসভায় তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন “সাত বছরে তোমরা দিল্লিতে থেকে কোন উন্নয়ন করেছ যে বাংলার কুৎসা করছ” অভিষেক আরও অভিযোগ করেন “বাংলার মুখমন্ত্রী কোনদিনও দিল্লির কাছে মাথা নত করেনি তাই ওরা এখানে এসে কুৎসা করছে। কিন্তু কুৎসা যখন স্বভাব বাংলার উন্নয়নই তখন জবাব।