ভেজাল আটা খেয়ে অসুস্থ প্রায় শতাধিক

এপ্রিল ১৫, ২০২১ দুপুর ১২:১৮ IST
6077d9302482a_WhatsApp Image 2021-04-15 at 11.41.34

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি – খুশির দিনে নেমে এল দুঃখের ঢল। ভেজাল আটা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হল শতাধিক মানুষ।ঘটনাটি ঘটেছে নয়াদিল্লিতে।সূত্রের খবর, নবরাত্রির ব্রত উদযাপনে ওই ভেজাল আটা খেয়েছিলেন তারা। তারপর থেকেই পেটে মারাত্মক যন্ত্রণা,  ডায়রিয়া, বমির মতো উপসর্গ দেখা  দেয় তাদের  শরীরে। 

নবরাত্রির সময় সাধারণত চালের জিনিস খাওয়া হয় না। তাই এই সময় আটা বা ময়দা জাতীয় জিনিস অনেক বেশি পরিমাণে খাওয়া হয়। ‘কুট্টু কা আটা’ নামে পরিচিত এই আটা উত্তর ভারতের দিকে ব্যাপক জনপ্রিয়। সেই আটা খেয়েই একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৪০০ জন। জানা গেছে, অসুস্থরা সকলেই লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। 

স্থানীয় দোকানের মালিক, যার দোকান থেকে বাসিন্দারা ওই আটা কিনেছিলেন তাকে গ্রেফতার করেছে পুলিশ। কেন, কী কারণে ওই আটা  তিনি বিক্রি করেছিলেন  তা স্পষ্টভাবে এখনও জানা যায়নি।

ভিডিয়ো

Kitchen accessories online