নিজস্ব প্রতিনিধি, প্যারিস - ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁকে থাপ্পড় মারার অপরাধে চার মাসের কারাদণ্ডে দন্দিত হল অপরাধী সেই যুবক ড্যামিয়েন ট্যারেল। এই নির্দেশ দিয়েছে স্থানীয় একটি আদালত। অবশ্য বৃহস্পতিবার অভিযুক্ত ড্যামিয়েন ট্যারেলকে ১৮ মাসের সাজা দিয়েছিল আদালত, পরে ১৪ মাসের সাজা স্থগিত করে তা মাত্র ৪ মাসে নামিয়ে আনা হয়।
আদালতে ট্যারেলের বিরুদ্ধে ‘জনগণের ওপর কর্তৃত্বকারী ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃত সহিংসতা’র অভিযোগ আনেন সরকারি প্রসিকিউটররা। তারা এই ঘটনাকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মনে করছেন।
প্রেসিডেন্টকে থাপ্পড় মারার দায়ে অভিযুক্তের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারত। সেই দিক থেকে দেখলে তুলনায় অনেকটাই কম সাজা পেলেন ট্যারেল।
কেন এমন করলেন তিনি, সেই উত্তরে অভিজুক্ত ট্যারেল আদালতে জানিয়েছেন, ‘আমি মনে করি, ম্যাক্রোঁ খুব স্পষ্টভাবে আমাদের দেশের পতনের প্রতিনিধিত্ব করেন।’
তিনি আরো জানান, ম্যাক্রোঁ ওই এলাকা পরিদর্শনে যাওয়ার কয়েকদিন আগেই তার দিকে ডিম অথবা ক্রিম ছুড়ে মারার পরিকল্পনা করা হয়েছিল। তবে থাপ্পড় মারার বিষয়টি পূর্বপরিকল্পিত নয়।
কি হয়েছিল সেদিন? গত মঙ্গলবার ফ্রান্সের ড্রোম এলাকা পরিদর্শনে যান ম্যাক্রোঁ। এসময় তিনি স্থানীয় একদল বাসিন্দার সঙ্গে জনসঙ্গমের উদ্যেসে ব্যারিকেডের কাছাকাছি যান। সেখানে উপস্থিত ট্যারেল আচমকা সজোরে থাপ্পড় বসিয়ে দেন প্রেসিডেন্টের গালে। সঙ্গে সঙ্গে ম্যাক্রোঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তার পরেই আটক করা হয় ওই যুবককে।