নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - আচমকা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরের একাধিক জেলা। দুর্যোগের জেরে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুত্হীন হয়ে পরে।এদিকে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফলে সমস্যায় পরে যান পরিক্ষার্থীরা। এরপর "এক ডাকে অভিষক"-এ ফোন করতেই মুহূর্তে মুশকিল আসান!
দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় গতকাল, বুধবার সন্ধ্যায় ঝড় ও শিলা বৃষ্টির কারণে বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় শতাধিক পোল ভেঙেছে। আড়াইশোটির বেশি জায়গায় ইলেকট্রিক লাইনে গাছ পরে তার ছিড়ে গেছে। বজ্রপাতে ইনসুলেটার নষ্ট হয়েছে বহু জায়গায়।ঝড়বৃষ্টি, দুর্যোগের জেরে বহু এলাকায় বিদ্যুত্ নেই। সেই কারণে পরীক্ষার্থীরা সমস্যায় পরেছেন।আর তারপরেই 'এক ডাকে অভিষক 'এ ফোন করে স্থানীয়রা।
এরপর ফোন পেয়েই তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত বিদ্যুত্ দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। যাতে খুব শীঘ্রই এই সমস্যা মেটানো যায়। যে সমস্ত এলাকায় বিদ্যুতের তার ছিঁড়েছে সেখানে মেরামতির জন্য সেখানে লোক পাঠানো হয়েছে। অন্তত ২৫০ জন কাজে লেগে পড়েছেন। আর ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই আলো ফিরে আসবে বলে আশ্বাস দেন অভিষেক।এরপরই যুদ্ধকালীন তত্পরতায় মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে বিপর্যয় মোকাবিলায় নেমে পরেন বিদ্যুত্ দফতরের কর্মীরা।
বুধবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, "যেভাবে জরুরি ভিত্তিতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার বিস্তীর্ণ অংশে বিদ্যুত্ বিভাগের ২৫০-র বেশি কর্মী কাজে নেমে পরেছেন তা দেখে আমি অভিভূত।"একই সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে দ্রুত ওই অঞ্চলে বিদ্যুত্ ফেরানোর ব্যবস্থা করার জন্য।
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯
ধৃত ২ তৃণমূল কর্মী অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী , গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
এক নজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট
তিনি ইন্টারনেট উদ্যোক্তা এবং ভারতের প্রথম মহিলা যিনি ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করতে পেরেছেন
ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স
১২.০৬ মিনিটে যদি ম্যাচ শুরু হয় তাহলে ৫ ওভার খেলা হবে
জেনে নিন দৃষ্টিশক্তি বাড়াতে কোন কোন যোগাসন করবেন
অভিযুক্ত শ্রমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
কোমরভাঙা যুবকের জন্য হুইলচেয়ার , খাদ্যসামগ্রী সহ অর্থ সাহায্য নবদৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন, মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের