নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - কুমারগঞ্জে আদিবাসী মহিলা খুন হওয়ায় ঘটনায় উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য।সব জল্পনা মিথ্যা করে দিয়ে মহিলাকে খুন করার অভিযোগে গ্ৰেফতার হলেন তার সৎভাই। জমিজমা বিবাদের কারনেই তার ভাই তাকে খুন করেছে বলে পুলিশ জানিয়েছে।পাশাপাশি ওই মহিলা ধর্ষিতা হয়নি বলে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে বলে পুলিশের দাবি।
কিন্তু দিদিকে ভাই খুন করতে পারে সেকথা মানতে নারাজ স্থানীয়রা।এদিন পুলিশ মহিলার ভাইকে শ্মশানে নিয়ে এলে সে তার স্থানীয় বন্ধু বান্ধবদের কাছে খুন করেনি বলে দাবি করলে, স্থানীয় মানুষজন পাল্টা পুলিশের বিরুদ্ধে মহিলার ভাইকে ফাঁসানোর অভিযোগ তুলে তাকে অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবিতে পথ অবরোধ করে।এরপরেই ঘটনাস্থলে এসে পৌছান বিজেপির রাজ্য সভাপতি।তারপর সুকান্ত মজুমদার গোটা বিষয়টি জানতে পেরে নির্দোষকে অবিলম্বে ছেড়ে দেওয়ার পাশাপাশি আসল খুনিদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধে সামিল হন।
পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ পুলিশ তদন্ত না করেই তার ভাইকে গ্রেফতার করেছে।পাশাপাশি যে সমস্ত নিরীহ গ্রামবাসী পথ অবরোধে সামিল হয়েছিল তাদেরও প্রতিবাদ করার জন্য ধরে নিয়ে গেছে। তাদের অবিলম্বে ছাড়ার দাবিতে তিনিও অনড় থাকেন।এদিকে এলাকায় এই চরম উত্তেজনা বজায় থাকায় পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য র্যাফ নামায় এলাকায়।
এই ঘটনায় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, 'রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে।পুলিশ জনগনকে নিরাপত্তা না দিলেও তৃনমুল নেতাদের বাড়ি পাহারা দিতে ব্যাস্ত।এদিকে এই আদিবাসী মহিলার খুনের দায় তার ভাইয়ের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে জোড় করে। ওই নির্দোষ ব্যাক্তিকে অবিলম্বে ছেড়ে দিতে হবে। নাহলে আমাদের এই পথ অবরোধ চলবে'।
রাজ্য বিজেপির সভাপতি এই ঘটনায় মৃতার কোন ধর্ষনের ঘটনা ঘটেনি বলে পুলিশের দাবিতেও সন্দেহ প্রকাশ করে জানিয়েছেন,'আমি ময়নাতদন্তের রিপোর্ট দেখবো।পাশাপাশি এই ময়নাতদন্তের সময় ভিডিওগ্রাফি করা আবশ্যিক, তা করা হয়েছে কিনা সেসব খোঁজ নিয়ে দেখার পর এটি ধর্ষণের ঘটনা না অন্যকিছু পরিস্কার হয়ে যাবে'।
এই ঘটনায় জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন,কুমারগঞ্জের আদিবাসী মহিলাটির ময়নাতদন্ত হয়ে গেছে।পাশাপাশি জানা গেছে তার সৎ ভাই তাকে সম্পত্তি জন্য খুন করেছে।অভিযুক্ত সেই কথা স্বীকারও করেছেন।তবে যারা এই ঘটনাটা কে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কড়া পদক্ষেপ নেওয়া হবে।ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া অবধি বলা যাচ্ছেনা মহিলাটি ধর্ষণ হয়েছেন কিনা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন
সানরাইজার্স হায়দরাবাদ - ১৫৭/৮ (২০) পঞ্জাব কিংস - ১৬০/৫ (১৫.১)
শেষ ম্যাচে জয় পেয়ে খুশি তিনি
এই মরসুমের শেষেই ম্যান ইউয়ের দায়িত্বপদ ছাড়বেন রালফ রাংনিক
চর্চায় আবার আম্বাতি রায়ডু
ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার প্রায় ৫০ বছরের প্রাকৃতিক গ্যাস আমদানির সম্পর্কের সমাপ্তি
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে উৎসাহ প্রকাশ প্রধানমন্ত্রীর
পিএসজি - ৫
এফসি মেটজ - ০
সুযোগ পেলেন উমরান-অর্শদীপ
টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন হায়দারাবাদ অধিনায়ক
বিজেপি ঠান্ডা ঘরে বসে রাজনীতি করে না , করলে ২০০ জন কর্মী খুন হতো না , অর্জুনকে পাল্টা দিলেন দিলীপ
প্রায় ১২ কিলোমিটার হয় এই ম্যারাথন দৌড়
রাজ্যগুলির সামনে কুয়ো পিছনে খাদ, বিস্ফোরক প্রবীন কংগ্রেস নেতা
ফের ঊর্ধ্বমুখী সোনার দাম
ফের নিম্নমুখী রুপোর দাম